শীতের সকাল

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শীতের সকাল
  • ০৮,নভেম্বর ,২০২৩
  • মঙ্গলবার

PhotoEditor_202311874320509.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আমরা খুব কম মানুষই আসি যারা শীতের সকালটাকে উপভোগ করতে পারি। আর যারা শহরে বাস করে বিশেষ করে ঢাকা শহরে এখনো শীত নামেনি আর বেশিরভাগ ঢাকা শহরের মানুষই সেভাবে উপভোগ করতে পারেনা আসল শীতের মজা পাওয়া যায় গ্রামে আসলে। দুই তিন দিন হলো গ্রামে বেশ শীত পড়ছে। সন্ধ্যার পর বাইক রাইড করতে বেশ ঠান্ডা লাগে। প্রতিদিন সকালেই নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতে হয় কিন্তু নামাজ শেষ করে আবার এসে ঘুমিয়ে পরি ওইভাবে বাইরে গিয়ে শীত উপভোগ করা হয় না। গ্রামে এসে যদি শীতের মজাটাই না নেই তাহলে গ্রামে আসার সার্থকতা কোথায়।

তাই কালকে রাতে আমি আর সুমন ভাই প্লান করি আমরা আজকে ফজরের নামাজ শেষ করে শীতের সকালটাকে উপভোগ করবো ঘুরাঘুরি করব আশেপাশে। প্লান অনুযায়ী ফজরের নামাজ শেষ করে সকাল ছয়টার দিকে আমি বাইক নিয়ে চলে যায় সে উপভোগ করার জন্য। যেতে একটি স্থানে দাঁড়িয়ে দেখি চারিপাশে কুয়াশায় মাঠ ভরে গিয়েছে একটি খেজুর গাছ যা কুয়াশা ভেদ করে দেখা যাচ্ছে বেশ ভালো লাগছিল। তারপর সুমন ভাইকে নিয়ে আসার জন্য তার বাড়ির সামনে চলে যাই। বাইকে উঠে সকালে প্রচুর শীত লাগছিল ঠান্ডায় কাপাকাপি অবস্থা। আমি বুঝতে পারিনি এত শীত লাগবে তাই তেমন শীতের প্রটেকশন হিসেবে জামা কাপড় পরিধান করিনি।


IMG20231108064554-01.jpeg


বাজার
Device : Realme 7

আমরা প্রথমেই চলে আসি বাজারে সকাল সকাল কোলাহলমুক্ত বাজার দেখতে বেশ ভালই লাগছিল। তারপর এই শীতের সকালে গরম গরম চা পান করি আমরা সবাই। শীতের সকালে চা স্ব যেন অনেকাংশে বেড়ে গিয়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গরম গরম চা এক অসাধারণ অনুভূতি। তারপর আমরা বাইকটা রেখে হাটাহাটি করতে শুরু করি সকালে হাটাহাটি বেশ মজা। সূর্যটা তখন উঁকি দিচ্ছে গাছপালার মধ্য দিয়ে আমরা ভোরের মিষ্টি সূর্যের আলো দেখতে দেখতে রাস্তা ধরে হাঁটতে থাকি।


IMG20231108065038-01.jpeg

IMG20231108065248-01.jpeg

IMG20231108065146-01.jpeg

IMG20231108065346-01.jpeg


Device : Realme 7

শীতের মধ্যে হাটাহাটি করতে অনেক ভালো লাগে আমরা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে থাকি মাঝে মাঝে দুই একজন মানুষ হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছে। আমরা নিরব পরিবেশে হাঁটাহাঁটি করতে করতে ফাঁকা সুন্দর রাস্তা ধরে প্রকৃত ভোগ করতে থাকে আর সূর্যের সৌন্দর্য দেখতে থাকি। আমরা একটি স্থানে দাঁড়িয়ে আশেপাশের নিরব প্রকৃতি উপভোগ করছিলাম হঠাৎ দেখি একটি ঘোড়ার গাড়ি আসছে। সকালবেলা ঘোড়ার গাড়িটি ছুটে চলছে তারা আপন উদ্দেশ্যে মালামাল বহনের জন্য। আমরা হাঁটাহাঁটি পর্ব শেষ করে আবার বাজারে চলে আসি সকালের নাস্তা করব বলে। অনেকদিন ধরেই সকালের নাস্তায় ডাল পরোটা খাব ভেবে রেখেছি তাই আজকে তা পূরণ করলাম। এই ছিল শীতের সকালের অপরূপ কিছু মুহূর্ত ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

বোঝাই যাচ্ছে শীতের সকালটা আপনাদের কাছে অনেক বেশি রোমাঞ্চকর ছিল এবং খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে শহরে থাকলে তেমন একটা শীতের আমের অনুভব করা যায় না কিন্তু গ্রামের শীতের তীব্রতা বরাবরই অনেক বেশি এবং সেই সময়টা অনেক বেশি ভালো লাগে। শীতকালে সকালবেলা চা পান করতে অনেক বেশি ভালো লাগে সেইসাথে কুয়াশার মধ্যে হাটতেও বেশ একটা খারাপ লাগে না। কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে সকালে অনেক বেশি শীত ছিল বাইক চালাইতে গিয়ে বেশ শীত লেগেছিল। অনেক ভালো সময় কাটিয়েছি তুমি তো ঘুমাচ্ছিলা।

 last year 

দেখতে দেখতে আবারো শীতের মুহূর্ত চলে আসলো ভাইয়া। শীতকালে তো অনেক ভালো লাগে সকালের মুহূর্তগুলি এবং আশপাশের পরিবেশ গুলি অনেক সুন্দর লাগে। জি ভাইয়া কম মানুষই শীতের সকাল উপভোগ করতে পারেনা কারণ একটা মানুষ ঘুম থেকে উঠতে উঠতে আটটা-নয়টা। যারা শহর অঞ্চলে থাকে তারা তো মনে করেন দশটা বারোটা বেজে যায়। আপনি বরাবরই ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসেন আর গ্রামে এসে শীতের মজাটা যদি না নেই তাহলে গ্রামে আসার সার্থকতা কোথায়? ঠিক বলেছেন ভাই।। কুয়াশাচ্ছন্ন সকলটি আমাকে মুগ্ধ করল। এত সুন্দর একটি ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন আর ভাইয়া ফজরের নামাজ শেষ করে বাইক চালান। আপনার তো দেখছি অনেক সাহস। বাইক চালাতে কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যায়। শীতের সকালে চা অনেকটাই ভালো লাগে ভাইয়া। সকালের হাটাহাটি এবং দুজনে গল্প করা যায় তাহলে সুন্দর কেটে যায়। হঠাৎ একটি ঘোড়ার গাড়ি আসছে অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখলাম এবং ঘোড়ার গাড়ির ছবিটি এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া। চারিধারে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন ও মনের অনুভূতি শেয়ার করেছেন ভীষণ ভালো লাগলো

 last year 

ভাই বাইক চালাইতে আমার অনেক বেশি ভালো লাগে বাইক শীতক গরম হোক বেশ ভালো লাগে। আসলে সকালের প্রকৃতি সৌন্দর্য একটু অন্যরকমই ছিল। সুন্দর মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

বন্ধু গতকালকে সুমন ভাইয়া আর তুমি প্লানিং করে রেখেছিলে যে আজকে সকালে ফজরের নামাজের পরেই শীতের এই সুন্দর গ্রামীণ পরিবেশের সকালটা উপভোগ করবে সত্যিই দারুণ ব্যাপার। শীতের সকালের কুয়াশা ঘেরা ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আমি। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

বন্ধু তোমার বাড়ি যদি আমার বাড়ির পাশে হত তাহলে তোমাকেও ধরে নিয়ে যেতাম কনকনে শীতের মধ্যে। সকালে পরিবেশটা অসম্ভব সুন্দর থাকে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনার পরের গ্রাফির মাধ্যমে শীতের সকালের আসল সৌন্দর্য ফুটে উঠেছে। আপনার ফটোগ্রাফির ফ্যান আমি সব সময় ছিলাম এখনো আছি। কুয়াশায় আচ্ছন্ন মাঠ অসাধারণ ছিল। শীতের সকালে আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাইক চালাতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ মামা সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার শীতের ফটোগ্রাফি গুলো তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আসলে শীতের সকালে আঁকাবাঁকা রাস্তায় বাইক চালাতে সত্যি ভালো লাগে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

ইস আজকে অল্পের জন্য মিস করেছি 💔 এখন হালকা শীত সকালের ওয়েদারটা অসাধারণ লাগে। এই ফাঁকা রাস্তায় তো আমি নিয়মিত হাটতে যাই তবে সাগর ভাই না থাকায় কয়েকদিন হাঁটা হচ্ছে না। সকালের কুয়াশা ঘেরা সৌন্দর্য টা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

তোমার তো বলাই হয়েছিল তুমি ওই সময় চলে আসলে কিন্তু কিছুটা উপভোগ করতে পারতা। কালকেও বের হওয়ার সম্ভাবনা আছে চলে এসো

 last year 

আসলে আপনি ঠিক বলেছেন ভাইয়া, এখনো শহরের মধ্যে তেমন শীত আসে নাই। কিন্তু গ্ৰাম এলাকায় ইতোমধ্যে শীত পুরোপুরি চলে আসছে, দিন যাচ্ছে শীত বৃদ্ধি পাচ্ছে।আর গ্ৰামে থাকলেই শীত কালের আনন্দময় মুহূর্ত উপভোগ করা যায়।

 last year 

হুম ভাইয়া গ্রামে মোটামুটি ভালই শীত শুরু হয়ে গিয়েছে। মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আমাদের মধ্যে মিল আছে তা বলতেই হয়। কারন এই মাত্রই আমিও শীতের সকালের ফটোগ্রাফি করে পোস্ট করেছি। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো। সকাল সকাল পরিবেশ আসলেই কোলাহোল মুক্ত থাকে।

 last year 

বাহ আপু শুনে খুব ভালো লাগলো আপনার শীতের ফটোগ্রাফি করেছেন। সকালে বের হয়েছিলাম আর ফটোগ্রাফি না করলে কি হয় সেজন্য কিছু ফটোগ্রাফি করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করব। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

শীতকালে সকালের ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগছে। আসলে শীতকালে কুয়াশা ঘেরা আচ্ছন্ন সকাল টি দেখতে সবাই খুব ভালো লাগে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঘোড়ার গাড়ির ফটোগ্রাফিটি। এরকম গরুর গাড়ি দেখেছি কিন্তু ঘোড়া দিয়ে কখনো এরকম গাড়ি দেখিনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

ঘোড়ার ছবিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। হঠাৎ হাটাহাটি করতেই ঘোড়ার গাড়িটি সামনে চলে আসে তাই ক্যামেরা বন্দি করে নিয়েছি। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

বাহ বুঝতে পারছি আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে শীত বেশ জমে বসেছে আপনাদের ওখানে। তবে আমাদের এখানে শীতের এখনো তেমন আমেজ বসেনি। তবে ভোর রাতে হালকা একটু শীত অনুভব করি। সকাল-সকাল তবে সুন্দর একটি শীতের সকাল উপভোগ করলেন। অনেক ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95730.82
ETH 2731.31
SBD 0.68