দেখতে দেখতে আবারো শীতের মুহূর্ত চলে আসলো ভাইয়া। শীতকালে তো অনেক ভালো লাগে সকালের মুহূর্তগুলি এবং আশপাশের পরিবেশ গুলি অনেক সুন্দর লাগে। জি ভাইয়া কম মানুষই শীতের সকাল উপভোগ করতে পারেনা কারণ একটা মানুষ ঘুম থেকে উঠতে উঠতে আটটা-নয়টা। যারা শহর অঞ্চলে থাকে তারা তো মনে করেন দশটা বারোটা বেজে যায়। আপনি বরাবরই ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসেন আর গ্রামে এসে শীতের মজাটা যদি না নেই তাহলে গ্রামে আসার সার্থকতা কোথায়? ঠিক বলেছেন ভাই।। কুয়াশাচ্ছন্ন সকলটি আমাকে মুগ্ধ করল। এত সুন্দর একটি ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন আর ভাইয়া ফজরের নামাজ শেষ করে বাইক চালান। আপনার তো দেখছি অনেক সাহস। বাইক চালাতে কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যায়। শীতের সকালে চা অনেকটাই ভালো লাগে ভাইয়া। সকালের হাটাহাটি এবং দুজনে গল্প করা যায় তাহলে সুন্দর কেটে যায়। হঠাৎ একটি ঘোড়ার গাড়ি আসছে অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখলাম এবং ঘোড়ার গাড়ির ছবিটি এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া। চারিধারে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন ও মনের অনুভূতি শেয়ার করেছেন ভীষণ ভালো লাগলো
ভাই বাইক চালাইতে আমার অনেক বেশি ভালো লাগে বাইক শীতক গরম হোক বেশ ভালো লাগে। আসলে সকালের প্রকৃতি সৌন্দর্য একটু অন্যরকমই ছিল। সুন্দর মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ