শীতের সকাল

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শীতের সকাল
  • ৩১,ডিসেম্বর ,২০২৩
  • রবিবার

20231231_112449_0000.png


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। শীতের সকালের কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে কুয়াশাচ্ছন্ন চারিপাশ কনকনে ঠান্ডা বাতাস এবং শিশির ভেজা ঘাস সবকিছু মিলে শীতের সকাল। আর এই শীতের সকাল তখনই আপনি উপভোগ করতে পারবেন যখন আপনি গ্রামে আসবেন।

কারণ কংক্রিটের শহরে কখনো শিরির ভেজা ঘাস দেখতে পাবেন না কুয়াশাচ্ছন্ন চারিপাশেও ওভাবে দেখতে পাবেন না। ছোটবেলার শীতের সকাল টা অনেক বেশি অ্যাডভেঞ্চার স্বরূপ ছিল। সকালে ঘুম থেকে উঠেই কাঁপতে কাঁপতে প্রায় পড়তে যাওয়ার বেশ মজার ব্যাপার। ওই সময়ে শীতের সকালে উড়তে মোটেও ইচ্ছে করত না তারপর উঠতে হতো কারণ পড়তে যেতে হবে। এখন এসে সেই সময়টাকে অনেক বেশি মিস করি মনে হয় আবার যদি ফিরে পেতাম সেই সোনালী দিনগুলো। এখন তো কোন কাজ না থাকলে শীতের সকালে উঠে ঘোরাঘুরি করার কোন প্রশ্নই ওঠে না, কম্বলের ভেতরে শুয়ে শুয়ে মোবাইল চাপতেই বেশি মজা লাগে।

এইতো ৩-৪ দিন হল গ্রামের এসেছি শীত ভালই উপভোগ করছি‌। তবে গত দিনগুলোর তুলনায় আজকে সকালে শিতটা অনেক বেশি। সকালে যখন ফজরের নামাজ পড়তে উঠে মসজিদে যাই। তখন অনেক বেশি শীত ছিল চারিদিকে কুয়াশাচ্ছন্ন কিছুই দেখা যাচ্ছে না আর এমনভাবে শিশির ফোটা পড়ছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ফজরের নামাজটা শেষ করেই রুমে গিয়ে আবার শুয়ে থাকি কারন এই শীতের মধ্যে একা একা ঘুরে বেড়াতো তেমন মজা লাগে না। ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9 টা বেজে গিয়েছে তখনও বাইরে এসে দেখি প্রচুর কুয়াশা এবং ঠান্ডা বাতাস বইতেছে।


IMG20231231101022-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

অবশেষে ভাবলাম শীতের সকালটা একটু উপভোগ করা যায়। অনেকদিন হলো এমন শীতের সকাল পায় না তাই আস্তে আস্তে বের হয়ে হাটতে হাঁটতে মাঠের দিকে চলে যায়। শীতের সকালে মাঠে অনেক বেশি হিমেল হাওয়া বয় এবং চারিপাশ কুয়াশা সামনে ও শিশির ভেজা ঘাস এবং অন্যান্য প্রকৃতির দেখা মেলে। তবে বেশিদূর যায়নি একটু নামতেই প্রচুর বাতাস ছিল তারপরও একটি স্থানে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে শীতের সৌন্দর্য খোঁজার চেষ্টা করি।


IMG20231231101128-01.jpeg

IMG20231231101133-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের মাঠে তেমন সরিষা ক্ষেত নেই ।অন্য ধরনের ফসল ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছে মাঠটা এখন ফসল শূন্য হয়ে গেছে প্রায়। যেহেতু শীতের সকালে শীতল উপভোগ করতে গিয়েছি তো আশেপাশের ছবি তো দুই একটা তুলতে হয় ।পাশে ছোট একটা সরিষা ক্ষেত ছিল ফুলটাও শেষ হয়ে গিয়েছে। এই সময়ে সরিষা ক্ষেতে ফুল শেষ হয়ে ফল দিতে থাকে তাই ফুলের সৌন্দর্যটা ওইভাবে খুঁজে পাওয়া যায় না। তবে আশেপাশের কুয়াশাচ্ছন্ন পরিবেশের সাথে ফুলের সৌন্দর্যটা বেশ ভালই লাগছিল।


IMG20231231101151-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

শিশির ভেজা সরিষা ফুলটি একা দাড়িয়ে আছে আনমনে। আশেপাশে তেমন কোন ফসল নেই সরিষা হতে যেহেতু অনেক সময় লাগে তাই সে একাই দাঁড়িয়ে আছে। শিশির ভেজা ফুলটি দেখতে বেশ চমৎকার লাগছিল। আজকে এখনো রোদের দেখা মেলেনি যখনই রোদের দেখা মিলবে কুয়াশাগুলো নিজের গন্তব্য ছেড়ে চলে যাবে বহুদূরে।

শীতের সকালে মিষ্টি রোদে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে।তবে দুঃখের বিষয় হল আজকে এখনো রোদের দেখা মেলেনি। আজকে এখনো প্রচুর ঠান্ডা এবং শীতল হাওয়া বইতেছে। অনেকটা সময় মাঠে ঘোরাঘুরি করার পর আবার বাড়ির দিকে চলে আসছি তখন হঠাৎ চোখে পড়ে কচুর পাতার উপর শিশির বিন্দু।


IMG20231231101515-01.jpeg

IMG20231231101506-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

কচুর পাতার উপর শিশির বিন্দু দেখে একটি কথাই মনে পড়ল আমাদের জীবনটাও তেমনি ঠুনকো। যেমন কচুর পাতার উপর শিশিরবিন্দু একটু গড়ালে মাটিতে গড়িয়ে পড়ে আর নিঃশেষ হয়ে যায়, আমাদের জীবনটাও কিন্তু নিঃশ্বাসটা চলে গেলেই আমরা মাটির সাথে মিশে যাবো ‌। কচুর পাতার উপর শিশির বিন্দু এই আছে এই নেই তেমনি আমাদের জীবনে হুট করেই হারিয়ে যাবে। তবে শীতের সকালে শিশির ভেজা ঘাস কচুর পাতার শেষের বিন্দু এগুলো দেখতে বেশ চমৎকার লাগে। শীতের সকালে আবার কিছু কিছু মানুষের অনেক কষ্ট হয় ।যাদের শীত নিবারণের পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই তারা অনেক বেশি কষ্ট করে।

আজকে শীতের সকালটা অনেক বেশি মজা ছিল ।কখন যে সূর্যের দেখা পাব সেই আশায় এখনো বাইরে বসে আছি ।সূর্যের মিষ্টি রোদে বসে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। তবে শীতের সকালের খেজুরের রস এবং আগুন দিয়ে হাত গরম করার বিষয়গুলো অনেক বেশি মজার। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

ঠিক বলেছেন ভাই শীত উপভোগ করতে হলে গ্রামে আসতে হবে। কংক্রিটের ঐ শহরে শীতের আসল মজা পাওয়া যাবে না। আর শীত উপভোগ করতে গেলে অবশ্যই সকালে উঠা লাগবে। যেমনটা দেখছি আপনি অনেক সকালে উঠেন। পাশাপাশি বেশ দারুণ কিছু শীতের সকালের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি অসাধারণ লাগছে ফটোগ্রাফি গুলো। কচুর পাতার উপর শিশিরবিন্দু চমৎকার ছিল ঐ দৃশ‍্যটা। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই শীতের মজা গ্রামে কনকনে ঠান্ডা বাতাসের মাঝে হেটে বেড়াতে মজা লাগে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

কংক্রিটের শহরে এখনো শীতের আবহাওয়া পন্থায় নেই।
মোটামুটি প্রায় দিনই এখনো ফ্যান চালিয়ে ঘুমাতে হয়।
শীতের আবহাওয়া পেতে হলে অবশ্যই গ্রামের অলিগলি দিয়ে ঘুরতে হবে।
আর শীতের সকালে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলার মজাই অন্যরকম।
আপনার পোষ্টের কথাগুলো এবং ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 last year 

দ্রুত চলে আসুন আর শীতের কনকনে ঠান্ডা হওয়ার মাঝে চলেন ঘুরে আসি। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

সকাল বেলার শিশির ভেজা অপরূপ দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগলো বন্ধু। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছ দেখছি। তুমি আমাদের লিজেন্ড ফটোগ্রাফার। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ফটোগ্রাফি করে মজা পাচ্ছি না ফোনের অবস্থা খুব খারাপ। তোমার ফোনটা ধার দাও?

 last year 

শীতকালটা একমাত্র গ্রামেই ভালো উপভোগ করা যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে ঠিক মনের মাঝেও সঠিক উপলব্ধি আনতে হয়। আপনি ভীষণ চমৎকার কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন। আপনার ছবিগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আর কচু পাতার উপর শিশির বিন্দুর ছবিটি এককথায় অসাধারণ হয়েছে 👌

Posted using SteemPro Mobile

 last year 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে যেন খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শীতের সকাল। আসলে কুয়াশা মাখা এই শীতের সকাল সবারই একটু ভালো লাগে। তবে আপনি দেখছি খুব সকালে ঘুম থেকে উঠেছেন এবং কুয়াশা জমা কচুরিপানায় পানি জমে আছে সেখান থেকে বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই ভাইয়া শীতের সকালে যদি কুয়াশা না থাকে তাহলে তো শীত শীত মনে হয় না ‌।মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

শীতে সকাল নিয়ে দারুন একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই অনুভূতি পোস্ট পরে খুবই ভালো লাগলো। আগের দিনের শীতের সকালে পড়তে যাওয়ার অনুভূতিটা ছিল একদমই অন্যরকম তবে এটা জেনে রীতিমতো অবাক হলাম যে আপনাদের মাঠে তেমন সরিষার ক্ষেত নেই। সমস্যা নেই আমাদের এদিকে চলে আসতে পারেন যেকোনো সময় সরিষা ক্ষেতের মাঝে সময় কাটানো যাবে। ধন্যবাদ আপনার অনুভূতি তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

তোমাদের দিকের সরিষার ক্ষেতগুলো তো শেষের দিকে ফুলগুলো আর আগের মত সৌন্দর্য ফুটিয়ে তোলে না।

 last year 

শীত উপভোগ করার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে গ্রাম।আপনাদের গ্রাম টি চমৎকার।সবুজ শ্যামলা কুয়াশার চাদরে ঘেরা মাঠ সকালে দারুন উপভোগ করেছেন।আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপু আমাদের গ্রামটি অনেক সুন্দর চলে আসুন ঘুরে যান দেখে যান সৌন্দর্য। মতবাদ প্রকাশের জন্য ধন্যবাদ

 last year 

ছোটবেলার সেই শীতের সকাল, আর এখনকার শীতকাল অনেকটাই তফাৎ ভাই। আসলে ছোটবেলায় শীতকালে ঘুম থেকে উঠে পড়তে যাওয়া, তারপর আবার শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়ানো এগুলো আমিও খুব মিস করি এই শহরে আসার পরে থেকে। তবে আপনি শীতের সকালের বেশ ভালো কিছু কথা শেয়ার করেছেন এবং বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন সেগুলো দেখে আমার বেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

শীতকালটা গ্রামের মানুষ খুব ভালোভাবে উপভোগ করতে পারে। কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটাহাঁটি করতে এবং খেজুরের রস খেতে দারুণ লাগে। শিশির বিন্দু পরা অবস্থায় কচু পাতাগুলো দেখতে চমৎকার লাগছে। খোলামেলা জায়গায় শীতের সকালে প্রচুর ঠান্ডা লাগে। অনেকে তো খোলামেলা জায়গায় আগুন পোহানোর ব্যবস্থা করে। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। সবমিলিয়ে পোস্টটি খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95730.82
ETH 2731.31
SBD 0.68