ঠিক বলেছেন ভাই শীত উপভোগ করতে হলে গ্রামে আসতে হবে। কংক্রিটের ঐ শহরে শীতের আসল মজা পাওয়া যাবে না। আর শীত উপভোগ করতে গেলে অবশ্যই সকালে উঠা লাগবে। যেমনটা দেখছি আপনি অনেক সকালে উঠেন। পাশাপাশি বেশ দারুণ কিছু শীতের সকালের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি অসাধারণ লাগছে ফটোগ্রাফি গুলো। কচুর পাতার উপর শিশিরবিন্দু চমৎকার ছিল ঐ দৃশ্যটা। ধন্যবাদ আপনাকে।
আসলেই শীতের মজা গ্রামে কনকনে ঠান্ডা বাতাসের মাঝে হেটে বেড়াতে মজা লাগে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ