শীতের সকালে
শীতের সকালে কুয়াশা ঘেরা,
মেঘে ঢাকা আকাশ, সূর্য অস্ত যাওয়া,
শান্ত নীরবতা, প্রকৃতির সঙ্গ,
দীর্ঘশ্বাসে হারিয়ে যায় সব ভয়-ভীরুতা।
পথে চলছে চুপচাপ পাখিরা,
গাছের ডালে তুষারের রুপালি সজ্জা,
মানুষের হাতে উষ্ণ চায়ের কাপ,
মনের মাঝে ফুটে ওঠে প্রাচীন স্নিগ্ধতা।
শীতের স্নিগ্ধ বাতাসে মনে হয়,
বিশ্বের সমস্ত দুঃখ যেন হারিয়ে গেছে,
অদ্ভুত এক শান্তি ভর করে,
এই শীতের সকাল যেন সুখের বার্তা নিয়ে এসেছে।