শীতের সন্ধ্যায় ডোমিনোজে
বন্ধুরা ,
সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। |
---|
কিছুদিন আগেও আমাদের এইখানে শীতের প্রভাব খুব একটা দেখা যাচ্ছিল না কিন্তু বেশ কয়েকদিন ধরে শীতের তীব্রতা বোঝা যাচ্ছে। এই শীতের সময় বাড়ি থেকে খুব একটা বের হতে ইচ্ছা করে না ঠান্ডার কারণে। তারপর সেটা যদি হয় সন্ধ্যার সময় তাহলে তো বের হওয়া অনেকটা কঠিন কাজ আমার জন্য। বিষয়টি কঠিন হওয়ার আরও একটি কারণ আছে সেটি হল আমার একটা বাজে অভ্যাস আছে তা হলো বাইরে থেকে আসার পর স্নান করা। সেটা শীত হোক অথবা গরম, বাইরে ঘোরাঘুরি করে বাড়ি আসার পর আমাকে স্নান অবশ্যই করতে হবে তা না হলে আমি রুমে ঢুকতে পারি না। এই কারণে বিশেষ কোনো কাজ না থাকলে শীতকালের সন্ধ্যার সময় আমি বের হতে চাই না।
আজ সন্ধ্যার সময় আমার বের হওয়ার কোন ইচ্ছাই ছিল না কিন্তু আমার এক বান্ধবী জোরাজুরি করে বাড়ি থেকে বের করেই ছাড়লো। সে আমাকে ডোমিনোজ দিয়ে পিৎজা ট্রিট দেবে সেই জন্য আমাকে তাদের বাড়ির কাছাকাছি একটি ডোমিনোজ যেতে বলল। তাদের বাড়ির জায়গাটা হচ্ছে মধ্যমগ্রামে । আমাদের এইখান থেকে সেই পর্যন্ত যেতে মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের মত সময় লাগে। ট্রেন যদি সাথে সাথে পাওয়া যায় তাহলে তো কম সময়ের মধ্যে যাওয়া যায় কিন্তু ট্রেন লেট থাকলে অনেকটা সময় লেগে যায় সেখানে যেতে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: নেয়ার মধ্যমগ্রাম স্টেশন ,ওয়েস্ট বেঙ্গল।
যাইহোক একপ্রকার বাধ্য হয়ে কাঁপতে কাঁপতে সন্ধ্যার সময় বের হলাম । একদিক দিয়ে বেশ ভালই লাগছিল একটা ট্রিট পাওয়া যাবে ভেবে। পিৎজা আমার বেশ ফেভারিট খাবার। এই কয়েকদিন আগেও বাড়িতে পিৎজা বানিয়ে খেয়েছি। আমার তৈরি পিৎজা যে একেবারে খারাপ হয় তা কিন্তু না কিন্তু ডমিনোজ এর মতো এতো ভালো করতে পারি না। আমি মাসে কয়েকবারই ডোমিনোজে যাই পিৎজা খেতে আমার এতটা ভালো লাগে। যাই হোক নিকটবর্তী স্টেশনে যাওয়ার পর সাথে সাথে ট্রেন পেয়ে গেলাম তাই মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছাতে খুব একটা সময় লাগলো না। মধ্যমগ্রাম স্টেশন থেকে কিছু দূর পথ হেঁটে যাওয়ার পরেই এই ডোমিনোজ পরে । ডোমিনোজের সামনে গিয়ে দেখি আমার সেই বান্ধবী দাঁড়িয়ে রয়েছে আমার জন্য।
আমাকে দেখেছে সে একটু মুচকি হাসি দিল। আমাকে এই ঠান্ডার মধ্যে বের করতে পেরেছে সেই দিক দিয়ে সে সফল, তার এই হাসির কারণ এটাই ছিল যা মনে হলো। বাইরে বেশি ঠান্ডা লাগায় ডোমিনোজ এর মধ্যে চলে গেলাম। তাড়াতাড়ি করে সেখানে গিয়ে দেখি ঠান্ডা একটু কমই লাগছে। বান্ধবীর বাজেট খুব বেশি ছিল না তাই আমাকে বলল একটু কম দামের মধ্যেই পিৎজা চয়েস করতে। তারপরে দুইজনে দুটি কম দামের মধ্যে পিৎজা চয়েজ করলাম। তার একটি ছিলো অনিয়ন পিৎজা এবং অন্যটি ছিলো চিজি পিৎজা।
পিৎজা অর্ডার করার পর আমরা এসে দুইজনে অনেক গল্প করলাম, হাসাহাসি করলাম । সেখানে গিয়ে বেশ ভালই লাগছিল। বেশ কয়েকদিন পরে এই বান্ধবীর সাথে দেখা হয়েছিলো আজ। কিছু সময় পরেই চলে আসে আমাদের ফেভারিট পিৎজা। শীতের এই সন্ধ্যায় গরম গরম পিৎজার স্বাদ ছিল অতুলনীয়। আজ পিৎজা গুলোতে চিজের পরিমাণ একটু বেশিই দিয়েছিল আমার যা মনে হচ্ছিল খেয়ে । চিজ বেশি থাকার কারণে একটু বেশিই ভালো লাগছিলো খেতে । বেশি ভালো লাগার কারণে আমি খুব তাড়াতাড়ি আমার পিৎজা শেষ করে ফেলেছিলাম। তারপর বান্ধবীর পিৎজা থেকে এক পিস নিয়ে নিয়েছিলাম।
বান্ধবী মোটামুটি পিৎজা খায়, পিৎজা খুব ফেভারিট তা কিন্তু না শুধুমাত্র আমাকে বাড়ি থেকে বের করার জন্যই এই পিৎজা খাওয়ার বায়না করেছিল । আর সে ভালো করেই জানতো পিৎজা আমার ফেভারিট। যাই হোক সেখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে বাইরে এসে একটু কোল্ড ড্রিংকস খেয়ে নিয়েছিলাম। তারপর দুজনে একটু হাঁটাহাঁটি করে বেশ খানিকটা ভালো সময় কাটিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা করি।
আজকের ব্লগ এখানেই শেষ করছি । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
বান্ধবীর দেয়া ট্রিট মিস করা যাবেনা!সে শুধু শীত কেন,সুনামি উঠলেও মিস দেয়া চলবেনা।এ সুযোগ সবসময় আসেনা😆।
দারুণ সময় অতিবাহিত করেছেন,ভালো লাগলো দেখে।
হিহিহিহিহিহি 🤭সেটা ঠিক বলেছেন ভাই ট্রিট মিস করা যাবে না।
আপনার বান্ধবীর সাথে তো বেশ ভালোই সময় কাটিয়েছেন আপনি ৷ আসলে বেশ কয়েক দিন পর দেখা , আবার বন্ধবীর দেয়া ট্রিট সব মিলিয়ে আশা করি খুবই সুন্দর উপভোগ করেছেন ৷ যদিও কদিন ধরে একটু ঠান্ডা একটু বেশিই ৷ এমন শীতে আসলেই ঘর থেকে বের হাওয়ার ইচ্ছে করে না ৷ যাই হোক অনেক ভালো লাগলো আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
একটু ঠান্ডা বেশি লাগছিল কিন্তু সেখানে গিয়ে ফ্রিতে একটা ট্রিট পেয়ে গেলাম আর সবকিছু মিলিয়ে ভালো টাইম গেল আজ।
দাদা ট্রিট বলে কথা প্রচন্ড শীত হলেও কি ছাড়া যায়? আপনাদের এখান থেকে ট্রেনে ১৫-২০ মিনিট রাস্তাও ট্রেনে যান। ডমিনোজ এর পিৎজা খুব টেস্টি হয়। আপনার বাসার কাছেও একটি ব্রাঞ্চ আছে মাঝে মাঝে খাওয়া হয়। এদের অফার ও থাকে বেশ ভাল। আপনি খুব মজা করে পিৎজা এবং কোল্ড ড্রিংকস খেয়েছেন শুনে ভাল লাগল এবং আপনার এই শীতের মধ্যে বের হওয়া সার্থক হল। ধন্যবাদ দাদা।
সেটা তো অবশ্যই শীতের সময় বের হব , সেই বের হাওয়া যদি সার্থক না হয় তাহলে কি করা হবে!