দাদা ট্রিট বলে কথা প্রচন্ড শীত হলেও কি ছাড়া যায়? আপনাদের এখান থেকে ট্রেনে ১৫-২০ মিনিট রাস্তাও ট্রেনে যান। ডমিনোজ এর পিৎজা খুব টেস্টি হয়। আপনার বাসার কাছেও একটি ব্রাঞ্চ আছে মাঝে মাঝে খাওয়া হয়। এদের অফার ও থাকে বেশ ভাল। আপনি খুব মজা করে পিৎজা এবং কোল্ড ড্রিংকস খেয়েছেন শুনে ভাল লাগল এবং আপনার এই শীতের মধ্যে বের হওয়া সার্থক হল। ধন্যবাদ দাদা।
সেটা তো অবশ্যই শীতের সময় বের হব , সেই বের হাওয়া যদি সার্থক না হয় তাহলে কি করা হবে!