এক রাত জেলে কাটাতে পারলেই কেটে যাবে জীবনের একটি ফাঁড়া!
সাধারনত পৃথিবীতে সকল আসামিরাই জেলের ভয়ে পালিয়ে বেড়ায়। অথচ কোনো অপরাধ না করেই জেলে যেতে ভিড় জমাচ্ছে অনেক যুবক! অবাক করা এমন ঘটনা ঘটে চলেছে একটি দেশে। সেখানে এক রাতের জন্য জেলে যেতে মরিয়া যুবকদের ভিড় সামলাতে বিপাকে পড়ছে সে দেশের প্রশাসন।
আবেদনকারীদের কেউই কোনো অপরাধ না করেই জেল খাটতে চাচ্ছেন। কিন্তু আদালতের আদেশ ছাড়া তো কাউকে জেলে পাঠানো যায় না। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। সংবাদ মাধ্যমটি জানান, লকআপে রাত কাটানোর অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে বহু আবেদনপত্র জমা পড়ে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখেনৗয়ে। বিষয়টি খতিয়ে দেখেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া। তবে এর পেছনের একমাত্র কারণ হিসেবে পেয়েছেন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। জেলে রাত কাটাতে আগ্রহী এসব যুবককে তাদের জ্যোতিষীরা বলেছেন, এক রাত জেলে কাটাতে পারলেই কেটে যাবে জীবনের একটি ফাঁড়া। আর সেই অনাকাঙ্ক্ষিত ফাঁড়া কাটাতেই জেল খাটার হিড়িক পড়েছে সেখানে।
বিপাকে পড়া লাখেনৗয়ের প্রশাসন অনেক ভেবেচিন্তেই একটি ব্যবস্থা বের করেছেন। তা হল পুলিশ লকআপ। সেখানেই এক রাতের জন্য রাখা হচ্ছে ওই সব আবেদনকারীকে।
পোস্টটা পড়ে মজা পেলাম :-)
Thank you very much, brother
India ta asolei abal public e vore gese vai... koitte je era esob pay ke jane..
ভাই মজা পাইলাম, সত্য কথা বলে দিলেন। ধন্যবাদ--
You got a 50.00% upvote from @emperorofnaps courtesy of @journalist-akter!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!
Thank you very much for giving me a 50% upvote.