বন্য ফুলের ফটোগ্রাফি।

in #wildflower3 months ago

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি আল্লাহর রহমতে।

আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন ফুলের ফটোগ্রাফি পোষ্টে স্বাগতম।

বন্য ফুল আমার ভালো লাগে তাই সব সম্পূর্ণ ফুলের ফটো হ্যাপি করার চেষ্টা করি আর আসলে বন্যা ফুল গুলো অনেক সময় দেখতে অনেক অসাধারণ হয়ে থাকে আর শীতকালে বন্যা ফুল অনেক বেশি ফোটে তবে বসন্তের আগে অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায় কিন্তু শীতকালে কিছু কিছু ফুল ফোটে সব সময় ফোটে না।
20250117_134917.jpg

যাইহোক আজকে আপনাদের মাঝে পূর্ণকূল গুলো শেয়ার করছি হয়তো কেউ চেনেন কেউ চেনেন না যারা চেনেন তারা তা অবশ্য মন্তব্য জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি বলল ভুল কোথাও কারো অন্য কোন নামে পরিচিতি থাকে এই ফুলের সেটা জানাতে পারবেন আমাকে। কারণ প্যাকেট খুলে রেখে এলাকায় এক এক নাম থাকতে পারে সেটা কিন্তু আসলে।

20250117_134913.jpg

আমাদের এলাকায় এই ফুলগুলোকে বন্যাফুলী বলে এটারে আলাদা কোন নাম নেতাই আপনাদের সাথে নাম শেয়ার করতে পারলাম না। কিন্তু আপনাদের এলাকায় যদি কোন নাম থাকে সেটা আমাকে জানাবেন আমিও চেষ্টা করব আমার এলাকার নাম জানতে পারলে আপনাদেরকে আর একদিন কোন না কোন পোস্টার মাধ্যমে শেয়ার করে জানাবো।

20250117_134941.jpg
এইতো এভাবেই তো প্রকৃতি সৌন্দর্যময় হয়ে উঠে এভাবে বন্যফুল এবং অন্যান্য ফুলের সমন্বয়ে প্রকৃতি অসাধারণ রূপরেখা দেখতে পাওয়া যায় সেই হিসেবে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে উপস্থাপন করলাম কেমন লেগেছে জানাবেন আর আমি আজকের মত বিদায় নেব আগামীতে বিভিন্ন পোস্ট নিয়ে আসবো হয়তো বা আপনাদের সাথে কালকে না হলে কোনদিন তবে শেয়ার করবে এটা নিশ্চিত থাকুন আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খোদা।

20250117_134933.jpg

20250117_134924.jpg

আমি চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে এবং পোস্ট আকারে পোস্টগুলো শেয়ার করতে সেটা আপনাদের হয়তো দেখেই আপনারা সবসময় চেষ্টা করে ভালো কিছু তুলে ধরতে আপনাদেরই মাঝে। সবসময় তার সকল অ্যাক্টিভিটি দেখানো যায় না এবং সব ভাবে সবকিছু শেয়ার করা যায় না তাই আজকের মত এখানে আমার এই ব্লগ সমাপ্ত ঘোষণা করলাম।

বিবরণ

মোবাইলস্যামসাং গ্যালাক্সি A32
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-64
ফটোগ্রাফার@shuvobd1

Snapchat-1638010477.jpg

আমি শুভ, এবং আমি আপনাকে আমার ব্লগে স্বাগত জানাতে আগ্রহী। মূলত সুন্দর দেশ বাংলাদেশ থেকে, আমি বর্তমানে কাজের জন্য কাতারে বসবাস করছি। আমার যাত্রা আমাকে ঢাকার প্রাণবন্ত রাস্তা থেকে দোহার শহরের কোলাহলপূর্ণ নগর জীবনে নিয়ে গেছে, এবং এর মধ্য দিয়ে, ব্লগিং এবং ফটোগ্রাফির প্রতি আমার আবেগ আমার নিত্যসঙ্গী। বিদেশে বাস করা আমাকে জীবন, সংস্কৃতি এবং আমাদের বিশ্বকে তৈরি করা দৈনন্দিন মুহূর্তগুলির প্রতি একটি অনন্য দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমার ব্লগের মাধ্যমে, আমি আপনার সাথে এই অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি শেয়ার করার লক্ষ্য রাখি। বাংলাদেশের নির্মল ল্যান্ডস্কেপ হোক বা কাতারের আধুনিক স্থাপত্য, আমি আমার লেন্সের মাধ্যমে এই মুহূর্তগুলি ক্যাপচার করতে এবং তাদের পিছনের গল্পগুলি ভাগ করতে পছন্দ করি।

ফটোগ্রাফি আমার জন্য শুধু একটি শখের চেয়ে বেশি; এটি একটি গভীর স্তরে মানুষ এবং স্থানগুলির সাথে সংযোগ করার একটি উপায়৷ আমি বিশ্বাস করি যে প্রতিটি ছবি একটি গল্প বলে, এবং আমি এখানে সেই গল্পগুলি আপনার সাথে শেয়ার করতে এসেছি। রাস্তার ফটোগ্রাফি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সারমর্ম ক্যাপচার করা পর্যন্ত, আমার ব্লগটি আমার অ্যাডভেঞ্চার এবং পর্যবেক্ষণের একটি ভিজ্যুয়াল ডায়েরি। কিন্তু এই ব্লগ শুধু আমার যাত্রা সম্পর্কে নয়। এটি আপনার জন্য একটি স্থানও। আপনি একটি নতুন দেশে একটি প্রবাসী নেভিগেট জীবন, অনুপ্রেরণা খুঁজছেন একজন ফটোগ্রাফি উত্সাহী, অথবা যে কেউ কেবল বিভিন্ন সংস্কৃতি এবং অভিজ্ঞতা সম্পর্কে পড়া উপভোগ করেন, আপনি এখানে আপনার জন্য কিছু খুঁজে পাবেন।

শুভেচ্ছান্তে,
Shuvobd1

(সমাপ্তি)

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.24
JST 0.031
BTC 79842.17
ETH 1572.50
USDT 1.00
SBD 0.64