কেনো স্বপ্ন দেখালেন আমায়steemCreated with Sketch.

in #why7 years ago

কখনো ভাবিনি সে আমাকে এতো কষ্ট দেবে।

এতো দিন ভেবেছি আমার জীবনে তার অনেক বেশি অবদান আছে। সে সবসময় আমাকে সব বিষয়ে সাহায্য করতো। আমি ভেবেছিলাম সে শুধু আমার। কিন্তু আমি কখনো ভাবিনি সে আমাকে শুধু ব্যবহার করেছে। এতো দিন সে আমাকে আশা দিয়ে দিয়ে আমাকে শুধু বুঝিয়েছে সে সবসময় আমার। কিন্তু সে আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে আমি তা কখনো বুঝতে পারিনি। আমি তাকে এতো ভালোবাসতাম যে, সে আমাকে যা কিছু বলতো আমি সব বিশ্বাস করতাম। কিন্তু এখন বুঝতে পেরেছি সে সবসময় আমাকে শুধু ব্যবহার করেছে।

এখন সে আমাকে নিঃশ্ব করে অন্য মানুষকে ভালোবাসে।images.jpeg

তবুও আমি তাকে কখনো ঘ্রিনার চোখে দেখেতে পারি না। কারণ আমি তাকে অনেক ভালবাসতাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.033
BTC 97464.17
ETH 2638.31
USDT 1.00
SBD 5.52