হারিয়ে ফেলা

in #wedding3 months ago

চলেন আজকে একটা বিয়ের গল্প শোনাই । আমার চাচাতো ভাইয়ের বিয়ে।অনেকদিন আগেই বিয়ে ঠিক হয়েছে। আমরা সবাই বিয়ে খাওয়ার জন্য অনেক এক্সাইটেড। কি কিনব কোন শাড়ি পড়বো এসব আবার কি। প্রতিদিন এগুলো নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয় ভাই বোনদের মধ্যে। মেসেঞ্জারে একটা গ্রুপ ও খোলা হয়েছে। ওখানে আমরা সকল ধরনের আপডেট দেই। তো এগুলো করবি না আলোচনা হয় এর মধ্যে আমরা ঠিক করলাম যে হলুদে আমরা একই রকম শাড়ি পরব।

1000054821.jpg

এই চিন্তা করে আমরা শাড়ি সিলেট করা শুরু করলাম। সিলেক্ট করলাম বাচ্চাদের জন্য একটা অন্য কালার সিলেক্ট করলাম। শাড়ি কিনেও ফেললাম একদিন মার্কেটে গিয়ে। বিয়ের দিন আস্তে আস্তে সামনে আসতে শুরু করলো। তো আমরা ঢাকা থেকে আসার জন্য বাসে উঠলাম। বাসে উঠে একটা ব্যাগের মধ্যে শাড়ি পড়েছিল হলুদের। তো ব্যাগটা উপরে তুলে দিলাম।তোমরা সবাই একসাথে যাচ্ছি। হঠাৎ করে বাস থেকে যখন নামবো। নামাতে থেকে দেখি সারির ব্যাগ নেই। আমার তো মাথায় হাত। টেনশনে পড়ে গেলাম আমরা সবাই।

কোথায় গেল তারপরে সুপারভাইজার কে দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হলো পাওয়া গেল না। আমাদের তো খুবই মন খারাপ হয়ে গেল। সুপারভাইজার কে নাম্বার দিয়ে এসে বললাম আরে পুষ্পান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন। কিন্তু হারিয়ে যাওয়া জিনিস পাওয়া যায় কেউ ইচ্ছা করে জিনিস নিয়ে গেলে সেই জিনিস যা পাওয়া যায়। মন খারাপ নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর নতুন করে আবার শাড়ি অর্ডার করলাম।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 79133.50
ETH 1554.93
USDT 1.00
SBD 0.65