এলার্জি চিরতরে দূর করার উপায়

in #waysto3 years ago (edited)

এলার্জি চুলকানি দূর করতে একটি বিশেষ পাতা যে পাতাটি ব্যবহারের কথা নবীজি (সাঃ) ১৪০০ বছর আগেও বলে গিয়েছেন। যা ব্যবহারের সাথে সাথেই আপনি ফল পাবেন,ইনশাআল্লাহ।

এটি বিজ্ঞানের গবেষণা থেকেও প্রমাণিত যে, এ পাতায় বেশকিছু এন্টিসেপটিক উপাদান রয়েছে যা পানিতে কিছু সময় ভিজিয়ে রাখলে বা পানিতে হালকা গরম করলে এক ধরনের উপাদান পানির সঙ্গে মিশে যায়। আর এই উপাদানগুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার জন্য কার্যকরী এন্টিসেপটিক হিসেবে কাজ করে। যাদের পুরাতন এলার্জি কিছুতেই দুর হচ্ছে না তাদের জন্য আমাদের আজকের এই রেমিডি ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকর হবে।

1.jpg

ছবিতে আপনারা যে গাছটি দেখছেন এটি একটি বরই গাছ বা কুল গাছ। এই গাছটি আমরা সকলেই চিনি। কিন্তু এই গাছের পাতা যে কত উপকারী তা আমরা জানিনা।

2.png

এই বড়ই গাছ আপনার অ্যালার্জি চিরতরে দূর করে দিতে পারে । এজন্য আপনাকে যা করতে হবে, প্রথমেই গাছ থেকে আপনাকে এক থেকে দু মুঠো পরিমাণ বরই পাতা সংগ্রহ করতে হবে। পাতা গুলো সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পাতা গুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা শিল পাটায় পিষে নিবেন।

3.png

মোট কথা আপনাকে এই পাতাগুলো থেকে হাফ গ্লাস পরিমাণ রস তৈরি নিতে হবে। তারপর সে রস কাপতারপর এটিতে একটু লবণ মিশিয়ে সকালে খালি পেটে এটি পান করবেন এর ফলে আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।ড় দিয়ে বা ছাঁকুনি দিয়ে ভাল করে ছেঁকে নিবেন।
তারপর এটিতে একটু লবণ মিশিয়ে সকালে খালি পেটে এটি পান করবেন এর ফলে আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
4.png

এটি যে শুধু এলার্জি দূর করে তা না। আপনার যদি ডায়াবেটিকসের সমস্যা থাকে সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে। শরীরে পোকা মাকর বা কোন স্থানে ফুলে গেলে বাটা বরই পাতা সেবন করতে পারেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 92642.25
ETH 3103.08
USDT 1.00
SBD 3.13