পানিsteemCreated with Sketch.

in #waterlast year

পানি ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারি না। আমাদের দৈনন্দিন কাজে পানি অপরিসীম ভূমিকা রাখে। পানি ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারিনা। আমাদের দৈনন্দিন জীবনে যে কোন কাজে পানি ব্যবহার করতে হয়। মানুষ থেকে শুরু করে সকল প্রাণী পানির উপর নির্ভরশীল। একজন পূর্ণ বয়স্ক মানুষের প্রত্যেক দিন দুই থেকে তিন লিটার পানি খাওয়া প্রয়োজন। ছোট বড় সবাই ভালো রকম নির্ভরশীল। আমরা যে কোন কাজে পানি তারা কাজ করে থাকি। আসল উৎপাদন করতে পানি প্রয়োজন। যেকোন কিছু তৈরি করতে পারি না প্রয়োজন হয়। প্রত্যেকটি গাছ পানির উপর নির্ভরশীল। পানি ছাড়া কোন গাছ বেশি দিন বাঁচতে পারে না। এ জন্য পানির অপর নাম বলা হয় জীবন। পানি ছাড়া প্রত্যেকটি প্রাণী প্রায় অচল। পানিতে অনেক ধরনের প্রাণী বসবাস করে। আমরা যে কোন কাজ করতে পারি ব্যবহার করি। সানি আমরা ঘরবাড়ি মুছামুছি করি। অনেক জায়গায় পানির অনেক তীব্র সংকট দেখা যায়। আরবের মরুভূমি এলাকায় প্রাণীর অনেক সংকট রয়েছে। আমাদের দেশেও অনেক জায়গায় পানির সংকট রয়েছে। ঢাকার মানুষ পানি কিনে খায়। আমাদের এদিকে পানি তেমন কোন সমস্যা নেই। আমাদের এদিকে অনেক জায়গার পানিটা আয়রন থাকে। আয়রন থাকলে অনেক ধরনের রোগ শরীরে বাসা বাঁধে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97319.92
ETH 3332.05
USDT 1.00
SBD 3.33