ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিনব যুদ্ধ

in #war7 years ago




ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিনব যুদ্ধ

যুদ্ধ চলছে আকাশে৷ ঘুড়ি আর ড্রোন বিমানের যুদ্ধ৷ ড্রোনকে ফাঁকি দিয়ে ঘুড়ি ওপারে যেতে পারলেই ইসরাইলের সর্বনাশ৷ ইসরাইলের সেনাবাহিনী তাই মহাআতঙ্কে!

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছিল বিক্ষোভের তীব্রতা ততই বাড়ছিল গাজায়৷ অথচ সশস্ত্র ইসরাইলি সেনাবাহিনীর সামনে ফিলিস্তিনিরা তো অসহায়৷ তাই প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়ার জন্য অভিনব এক উপায় বের করলেন ফিলিস্তিনিরা৷ সেই আগুন থেকে বাঁচতেই এ ড্রোন বানিয়েছে ইসরাইল৷

ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসবাহী ড্রোন পাঠিয়েছে ইসরাইল৷ সেই ড্রোন গাজার আকাশে এসেই ছাড়তে শুরু করেছে কাঁদানে গ্যাস৷

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105703.96
ETH 3319.97
SBD 4.12