Mainash kato Jeno

in #war7 years ago

মাইনাস কতো যেন ?

গ্যাস এর উপর ভর্তুকি তুলে দেওয়া হবে! যে গ্যাস এর উপর দেশের ৫০ কোটি মানুষ নির্ভরশীল!

কিন্তু আপনি কিছু বলতে পারবেন না কারণ সিয়াচেন এ কিন্তু ভারতীয় সৈন্যরা লড়াই করছে!

টেম্পারেচার জানেন?

মাইনাস ২৪ ডিগ্রী !

ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে সুদ কমতে কমতে ৪%! তবে আপনি যদি কোটিপতি হন তাহলে অন্য কথা! তাহলে আগের রেট এই সুদ পাবেন !

আপনার শেষ সম্বল প্রভিডেন্ট ফাণ্ড এও সুদ কমে গেল আচ্ছে দিন এর দয়ায়!

কিন্তু আপনি কিছু বলতে পারবেন না কারণ সিয়াচেন এ কিন্তু ভারতীয় সৈন্যরা লড়ছে !

টেম্পারেচার জানেন ?

  • ২৪ ডিগ্রী !

শিক্ষায় ব্যয় বরাদ্দ কমে গেল, ভারতের আপদকালীন খাদ্যশষ্য মজুত এর পরিমান কমে গেল, ২ কোটি নূতন চাকরী এর জায়গায় কয়েক লক্ষ চাকরী খোয়া গেল!

কিন্তু আপনি কিছু বলতে পারবেন না কারণ, সিয়াচেন এ কিন্তু ভারতীয় সেনারা লচ্ছে!

টেম্পারেচার জানেন ? - ২৪ !

নোটবন্দি তে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে আপনি অনলাইন ব্যাংকিং-এ নাম লিখিয়ে দেখলেন প্রতি ট্রান্স্যাকশন এ আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে! আর মিনিমাম ব্যালান্স ৫০০০ টাকা রাখতে হচ্ছে! অর্থাৎ আপনার নিজের টাকা আপনি ব্যবহার করতে পারছেন না! কিন্তু সারা দেশের ৩০ কোটি ব্যাঙ্ক এর ৩০x৫০০০ = ১,৫০,০০০ কোটি টাকা আম্বানি-আদানিরা ব্যবহার করছে তারপর তারা আপনার টাকা মেরে বিজয় মাল্য হয়ে যাচ্ছে! সরকার সেই টাকা আবার আপনার ন্যাপকিন এ ১২% ট্যাক্স বসিয়ে তুলছে !

কিন্তু আপনি কিছু বলতে পারবেন না কারণ, সিয়াচেন এ কিন্তু ভারতীয় সেনারা ..... ! টেম্পারেচার জানেন ?

বাড়িতে ইলেকট্রিক এর দাম থেকে শুরু করে ওষুধের দাম বা ট্রেণের টিকিট এর দাম ও বেড়েছে! এমন কি শুধু মাছ চুরি নয়, পুকুর চুরির মতো পুরো রেলস্টেশন বিক্রী করে দেওয়া হল প্রাইভেট কোম্পানি কে ! দেশের সামরিক ক্ষেত্র কে তো অগেই বিক্রী করে দেওয়া হয়েছেই , এরপর বিএসএনএল সহ দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো কে তৈরী করা হচ্ছে বিক্রীর জন্য ! তারপর পোষ্ট অফিস আর থানা গুলো বাকি থাকবে বিক্রীর জন্য ! সবশেষে পার্লামেন্ট টা ও , মানে আপনি আবার সেই বৃটিশ আমলের স্বাদ পেতে চলেছেন যেখানে কয়েকজন দেশী বিদেশী ব্যবসায়ী চাবুক মেরে আপনাকে যা করতে বলবে তাই করতে হবে ! কিন্তু আপনি এখন কিছু বলতে পারবেন না কারণ, সিয়াচেন এ কিন্তু ..... ! মাইনাস কতো জানেন ?

আপনি যদি উত্তরপ্র্দেশে থাকেন তাহলে গরু আপনার মা, আর আপনি যদি কেরালা বা গোয়া তে থাকেন তাহলে গরু নিরামিষাশী খাবার ! আর বাংলায় থাকলে মাছ অবতার ! আপনার ফ্রিজে বা টিফিন কৌটোয় যদি মাছ বা মাংস থাকে তাহলে আপনি জীবনের ঝুঁকি নিচ্ছেন ! কিন্তু ট্রেণে বসে হিন্দু মুসলমান নিয়ে লম্বা একটা বিতর্ক করে যখন বারি ফিরছেন ততক্ষণ আমাদের বিদেশী প্রধানমন্ত্রী কখোনো আদানি কখনো আম্বানি কে সঙ্গে করে ফ্রান্স, জার্মানি, বাংলাদেশ, আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন তাদের বিজনেস ডিল করিয়ে দেওয়ার জন্য! কিন্তু আপনি কিছু বলতে পারবেন না কারণ, সিয়াচেন এ ..... ! মাইনাস কতো যেন ?

সংগৃহীতimage-632932_640.jpg

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.25
JST 0.040
BTC 94492.16
ETH 3298.39
USDT 1.00
SBD 6.88