🌹🌹🌹🌹travel history of beauty place🌹🌹🌹🌹

in #wafrica7 years ago

মনের ক্ষুধা মিটাতে প্রকৃতির কাছাকাছি

টিওবির বহুল আলোচিত চন্দ্রনাথ মন্দির আর গুলিয়াখালি বিচে গিয়েছিলাম গত শুক্রবার।

image

যারা একদিনের ট্যুর প্লান করে সীতাকুন্ড যাবেন তারা অবশ্যই রাস্তার বর্তমান অবস্থা জেনে যাবেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় এখন প্রচন্ড যানজট। গাজীপুর থেকে সীতাকুন্ড পৌঁছতে আমাদের ১২ ঘন্টার মতো সময় লেগেছে।

image

দুপুর ১১ টায় আমরা ৬ জন সীতাকুন্ড পৌঁছাই। তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা সেরে দুপুর ১২ টায় আমরা চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় হাজির হই। প্রথমে ভেবেছিলাম ওই তো মন্দির দেখা যাচ্ছে.....দেখতে দেখতে পৌছে যাব। কিন্তু পিঠে ভারী ব্যাগ আর সামনে ছোটখাট একটা ভূড়ি নিয়ে খাড়া পাহাড় বেয়ে ওঠার যে কি কষ্ট তা ভাষায় প্রকাশ করার মতো না। তবে যতোই উপরে উঠছিলাম ততোই মুগ্ধ হচ্ছিলাম প্রকৃতির রূপ দেখে।
চূড়ায় ওঠার পর চারদিকে তাকিয়ে নিজের সব কষ্ট ভূলে গেছি। আহা!!! আমার বাংলাদেশের রূপের শেষ নাই।
আমরা বামদিকের রাস্তা ধরে উপরে উঠেছি। ওটাই সহজ পথ। কারন ডানদিকের পথের পুরোটাই সিড়ি।কিন্তু সিড়ির ধাপগুলোর উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি।
সবার কাছে অনুরোধ......
এই
পাহাড় আর মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুব মর্যাদাপূর্ণ। তাই আমরা এমন কোন আচরণ না করি যা তাদের ধর্মিয় অনুভূতিতে আঘাত হানে।

সতর্কতাঃ
১. পিঠে ভারী ব্যাগ বহন করবেন না।
২. বেশি বেশি পানি, স্যালাইন সাথে রাখবেন।
৩. উপরে ওঠা বা নিচে নামার সময় তাড়াহুড়ো করবেন না।
৪. উপরে ওঠার সময় কিছুদূর পরপর আপনার ফুসফুসকে স্বাভাবিক হতে সময় দিন।

আমরা মোটামুটি ৩ ঘন্টা ৩০ মিনিট পর চন্দ্রনাথ পাহাড় জয় করে সরাসরি গুলিয়াখালি বিচের দিকে রওনা হই।

গুলিয়াখালি বিচ এক কথায় অপূর্ব। সমুদ্র থেকে আসা শীতল বাতাস গায়ে লাগতেই মনটা ফ্রেশ হয়ে যাচ্ছিলো। আমরা মজা করে বলছিলাম "চন্দ্রনাথ পাহাড় হলো পরিশ্রমের জায়গা আর গুলিয়াখালি হলো বিশ্রামের জায়গা।" আমরা সূর্য ডোবার আগ পর্যন্ত বিচে বসে ছিলাম। যদিও জোয়ারের সময় যেতে পারিনি কিন্তু গুলিয়াখালির সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ হয়ে ছিলাম পুরোটা সময়।

সন্ধ্যায় সীতাকুন্ড ফিরে খাবার খেয়ে নেই আমরা। ইচ্ছা ছিল শহরটা একটু ঘুরে দেখবো। কিন্তু বৃষ্টি সেই ইচ্ছায় জল ঢেলে দিয়ে গেল তখনই। রাত ১১ টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সাথে নিয়ে আসি চিরদিন মনে রাখার মতো কিছু স্মৃতি।

অনুরোধঃ
ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করবেন না।
সকল ধর্ম ও জাতির মানুষের সাথে ভালো ব্যবহার করুন। পাহাড়ের গায়ে কিছু লিখবেন না।

টিওবি তে আমার প্রথম পোষ্ট এটি। ভূল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Sort:  

Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone to get a valuable upvote on your quality post!

Dear friend, you do not appear to be following @wafrica. Follow @wafrica to get a valuable upvote on your quality post!

sneaky-ninja-sword-xs.jpg

Sneaky Ninja Attack! You have just been defended with a 3.41% upvote!
I was summoned by @razibahmed. I have done their bidding and now I will vanish...


woosh

A portion of the proceeds from your bid was used in support of youarehope and tarc.


Abuse Policy
Rules
How to use Sneaky Ninja
How it works
Victim of grumpycat?

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.27
JST 0.041
BTC 98270.06
ETH 3630.84
SBD 3.56