travelling to enjoy the beauty of nature
বাংলাদেশের সবচেয়ে সুন্দর নৌপথের একটিরাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে লংগদু যাওয়ার পথে। এ পথ দিয়ে সাজেক যেতে পারবেন। যদিও বেশ লম্বা পথ এবং কিছুটা খরচ সাপেক্ষ তবুও কাপ্তাই লেক ও কাট্টলি বিলের নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের সুযোগ এর কাছে কিছুই না।যেভাবে যাবেনঃ ঢাকা থেকে বাসে রাঙ্গামাটি। ভাড়া ৬২০ (নন এসি)। রাঙ্গামাটির রিজার্ভ বাজার ঘাট থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা, সাড়ে ১০টা, ১২টা ও দুপুর ২টায় লংগদুগামী কাঠের লঞ্চ ছেড়ে যায়।ভাড়া জনপ্রতি ১২০-১৬০ টাকার মত। লংগদু যেতে ৩.৫ থেকে ৪ ঘন্টার মত সময় লাগে। লংগদু বাজার থেকে দীঘিনালার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটারের মত। দলের সাইজ বড় হলে চাইলে জিপ রিজার্ভ করতে পারেন। আর দলের সাইজ ছোট হলে মোটরবাইক ভাড়া নিয়ে দীঘিনালা বাজার পর্যন্ত যেতে পারেন। তারপর সেখান থেকে রিজার্ভ জিপে সরাসরি সাজেক।বি:দ্র: ভ্রমণকালে আপনার দ্বারা পরিবেশের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। স্থানীয় অধিবাসীদ ও তাদের জীবনধারার প্রতি সম্মান প্রদর্শন করুন।
Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!