There are 8 way which prblem in kidney✌✌✌

in #wafrica7 years ago

আট কারণে কিডনি সমস্যা হয়!

ইদানীং কিডনি সমস্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে।‘নীরব ঘাতক’ হিসেবে পরিচিত এই রোগটি ভেতরে ভেতরে মানুষকে তিলে তিলে শেষ করে দেয়।কিডনির সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছলে কিডনি অকেজো পর্যন্ত হয়ে যেতে পারে।তথন কিডনি বদল করা ছাড়া আর কোনো উপায় থাকে না, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘রেনাল ট্রান্সপ্লান্টেশন’।কিন্তু কেন হয় কিডনির সমস্যা?সাধারণত আটটি কারণে সমস্যা হতে পারে কিডনির-

১.উচ্চ রক্তচাপ।

২.রক্তে অধিক পরিমাণ কোলেস্টেরল।

৩.ডায়াবেটিস বা বহুমুত্র।

৪.বংশে কারও কিডনির সমস্যাও অনেক সময়ে কারণ হয়ে দাঁড়ায়।

৫.পলিসিস্টিক কিডনি ডিজিস- এই রোগের ফলে কিডনিতে সিস্ট গঠিত হয়।

৬.দীর্ঘ দিন ধরে লিথিয়াম এবং নন-স্টেরোডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি (NSAIDs) ওষুধ খাওয়ার ফলেও সমস্যা তৈরি হয়।

৭.ওজন বাড়া ও ধূমপানও কিডনি সমস্যার অন্যতম কারণ।

৮.ষাট বা তার বেশি বয়সে অনেক ক্ষেত্রেই এই সমস্যা দেখা দেয়।

সব শেষে বলার কথা একটাই, কিডনি বিকল হলে এর কোনো প্রতিকার নেই।নিয়ম মেনে খাওয়া দাওয়ার করলে ও মার্জিত জীবন যাপন করলে এই সমস্যার থেকে কিছুটা রেহাই মেলে মাত্র।

Sort:  

To get upvote from @artzone, the post needs at least 300 characters! Please describe your work in detail ;-)

To get upvote from @wafrica, the post needs at least 300 characters! Please describe your work in detail ;-)

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96672.33
ETH 3453.42
SBD 1.55