প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

in #vitamin3 years ago (edited)

গত প্রায় দেড় হাজার বছর ধরে নানা উপকারে লাগলেও আজও স্বাস্থ্য সচেতনদের পছন্দের তালিকায় জায়গা করে উঠতে পারে নাই অত্যান্ত মূল্যবান ছোট ফল খেজুর। সুস্বাদু এই মোরগ ফলটির ভিতরে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন, খনিজ ও ফাইবার।
চলুন দেখা যাক প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে কি কি উপকার হয়-
 যে সমস্ত লোক Constipation বা কোন ধরনের পেটের অসুখে/প্রকোপে ভুগছে তারা প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে অনেক উপকার পাবে।
 যেহেতু খেজুরে প্রচুর পরিমানে ফাইবার থাকে তাই নিয়মিত এই ফলটি খেলে Bawel Movement এর মারাত্বক উন্নতি ঘটে। তাই স্বাভাবিক ভাবে কোন ধরনের পেটের রোগই মাথাচারা দিয়ে উঠতে পারে না।
 একাধিক গবেষণায় দেখা যায় যে, প্রতিদিন পরিমিত খেজুর খেলে শরীরের অন্ধরে উপকারী Bacteria বৃদ্ধি পায় ফলে Food Poison, colitis & Hemorrhoid এর মত রোগে আক্রান্ত হওয়ার আশংঙ্কা কমে যায়।
চলমান
পেইজ এর সাথেই থাকুন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69