নতুন সাজে বিরাট-অনুশকা

in #virat7 years ago

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সম্পর্ক নিয়ে ভক্তরা যতই চর্চা করুন না কেন, দু’জনেই কিন্তু এ বিষয়ে চুপ। কিন্তু, তাঁরা যতই চুপ থাকুন না কেন, বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই।

আর সেই আগ্রহের মাত্রাকে আরো একধাপ এগিয়ে দিল বিরাট, আনুশকার নতুন ছবি।
সম্প্রতি আনুশকার ফ্যান পেজের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে বিরাটকে পাঞ্জাবি, কুর্তা এবং আনুশকাকে লেহেঙ্গা পরে থাকতে দেখা যায়। জানা যায়, একটি কম্পানির হয়ে বিজ্ঞাপনেই বিরাট-আনুশকাকে দেখা যায় ওই পোশাকে। তবে, অনুষ্ঠান বা উপলক্ষ্য যা-ই হোক না কেন, ওই ‘লাভবার্ডসকে’ একসঙ্গে ওই রকম পোশাকে দেখে তাঁর ভক্তরা যে বেজায় খুশি হয়েছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

শুধু কি তাই, দিওয়ালির উপহার হিসেবে বিরাট-আনুশকার ওই ছবি তাঁদের ভক্তদের কাছে বেশ বড় পাওনা বলেই মন্তব্য করছেন অনেকে। সূত্র: ইন্টারনেট থেকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98041.60
ETH 2705.47
SBD 3.50