সবুজের মাঝে - ছোট গল্প
শাহিন গ্রামের ছেলে। গ্রামের স্কুলে পড়ে ও বাবার সাথে মাঠে চাষ করে। বিকেল হলে বন্ধুদের সাথে গ্রামের মাঠে খেলা করে। শাহিন ছোটবেলা থেকেই তার বাবার সাথে মাঠে যায়। এজন্য তার কৃষি কাজ অনেক প্রিয়। জমিতে চাষ করা, ফসল ফলানো এগুলো তার অনেক প্রিয় একটি শখ। কৃষিকাজ অনেক ভালো বোঝে শাহিন। তার বাবার কৃষি কাজে সে অনেক সাহায্য করে। স্কুলে অনেক ভালো পড়াশোনা করে শাহীন। ক্লাসে খুবই মনোযোগী ছাত্র সে। তার ইচ্ছা বড় হয়ে সে একজন ভাল কৃষক হবে এবং ফসলের ন্যায্য মূল্য নিয়ে কাজ করবে।
একদিন সকালে এসে তার বাবার সবজির মাঠে যায়। সেদিন তার বাবা কিছুটা অসুস্থ থাকে। এজন্য সকালে উঠে তার বাবা তাকে বলে যে একটু মাঠ টা দেখে আসতে।গত সপ্তাহে তার বাবা ওই জমিতে কিছু গাজরের বীজ রোপন করেছে। ছোট ছোট বেশ কিছু ছাড়াও গজিয়েছে। সকালবেলা অল্প কিছু খেয়ে সে চলে যায় মাঠের দিকে। অনেক সকালবেলাতে সে যাই কারণ কাজ সেরে এসে আবার স্কুলে যেতে হবে। সে গিয়ে দেখে গাজরের গাছ গুলো অনেক সুন্দর জন্মিয়েছে। শাহিনের দেখে মনটা অনেক ভালো হয়ে যায়।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | ফুলবাড়ি, কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
শাহিন সেগুলোতে অল্প একটু পানির সেটা দেয়। এবং আশেপাশের যে আগাছাগুলো আছে সেগুলো সে পরিষ্কার করে দেয়। শীতের সকালে চারিদিকে কুয়াশা। শাহিনের মাঠে এসব কৃষি কাজ করতে অনেক ভালো লাগে। সে বেশ কিছুক্ষণ অন্যান্য কিছু পরিচর্যা করে। এবং তারপর সেক্ষেত্র থেকে দ্রুত বাড়ি চলে আসে কারণ একটু পরে তার স্কুলে যেতে হবে।বাড়িতে এসে তার বাবাকে জানাই গাজরের গাছগুলো খুব সুন্দর হয়েছে। শুনে তার বাবা অনেক খুশি হয়। তারপর সে ফ্রেশ হয়ে স্কুলে জামা কাপড় পরে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। সে আজকে তার বন্ধুদের কাছে গিয়ে তাদের গাজর গাছের কথা বলবে।