ভিডিওগ্রাফি-||কামরাঙ্গা ও কামরাঙ্গা ফুলের ভিডিও||
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা!
আমার বাংলা ব্লগ পরিবার
সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আবহাওয়াটা বেশ নরমাল রাতে প্রচুর বৃষ্টি হলেও দিনের বেলায় অনেক রোদ দেখা যায় বেশ ভালই লাগতেছে দুই একদিন যাবত। তো আপনাদের ওদিকে আবহাওয়া কেমন তা তো জানিনা অবশ্যই জানালে খুশি হব।
যাক আজকে সাপ্তাহিক বুধবার আমাদের কমিউনিটির কাজের ক্ষেত্রে সাপ্তাহিক শেষ দিন। তো সকাল থেকে ভাবলাম পোস্টটা আগে থেকে সেরে নেই। কিন্তু পারিবারিক অন্যান্য কাজ থাকার কারণে সম্ভব হয়ে ওঠেনি। দুপুরে রান্না বান্না শেষ করে পোস্টটা রেডি করতে বসলাম। আপনারা তো সবাই জানেন আমাদের পোস্ট ভেরিয়েশনের জন্য দাদা অনেক গুলো অপশন করে দিয়েছেন। সেই সুযোগেই তো আমরা নিত্যদিনে সুন্দর সুন্দর পোস্ট ভেরিয়েশনের জন্য ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করতেছি।
সেই ধারাবাহিকতায় আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওগ্রাফি পোস্ট। যদিও ভিডিওগ্রাফি তেমন একটা করতে পারিনা। তবে যতটুকু সম্ভব চেষ্টা করি সুন্দর কিছু করার জন্য। আজ আমি যে ভিডিওগ্রাফি টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কামরাঙ্গা এবং কামরাঙ্গা ফুলের ভিডিওগ্রাফি। ঈদের ছুটিতে যখন মায়ের কাছে গিয়েছিলাম গ্রামে তখন এই ভিডিওগ্রাফিটা করেছিলাম। আমাদের গ্রামের বাড়িতে পুকুরের পাশে বেশ বড় একটি কামরাঙ্গা গাছ আছে। যেটা আমার মা রোপন করেছিলেন। সেই কামরাঙ্গা গাছে বেশ বড় বড় কামরাঙ্গা ধরে। যেগুলো আসলে খাওয়ার মতই মানুষ নেই সেখানে প্রচুর কামরাঙ্গা ধরে আর ঝরে পড়ে যায়।
তো যেদিন বাড়িতে গিয়েছিলাম সেইদিন ভাবলাম একটু বাইরে হাটাহাটি করি। আমাদের গ্রামের বাড়ির জায়গা টা অনেক বড় ছিল চারদিকে নানা ধরনের গাছ গাছালিতে ভরপুর। তো হাটাহাটি করতে করতে চোখে পড়ল কামরাঙ্গা ফুল গুলো বেশ সুন্দর করে ফুটে আছে। ভাবলাম একটি ভিডিও নিয়ে নিই যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে যেহেতু সাপ্তাহিক শেষ দিন তো একটি ভিডিওগ্রাফি না দিলে কেমন হয় আপনাদের সাথে। যে ভাবা সেই কাজ সেই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।
আশা করি আমার আজকের কামরাঙ্গা এবং কামরাঙ্গা ফুলের ভিডিওগ্রাফি টা আপনাদের অনেক ভালো লাগবে। মাঝে মাঝে প্রকৃতির এমন ভিডিও দেখতে বেশ ভালই লাগে। গাছে অনেক ফুল ছিল এবং গাছের মধ্যে সাথে কামরাঙ্গা ও ছিল। মুহূর্তটা অসাধারণ অনুভব করেছিলাম। আসলে শহরের পরিবেশে তেমন কিছু উপলব্ধি করা যায় না যদি উপলব্ধি করতে হয় তাহলে টাউন থেকে অনেক দূরে গিয়ে উপলব্ধি করতে হয়। গ্রামে না গেলেই বোঝা যায় না প্রকৃতির সৌন্দর্য কি জিনিস। তাই আমিও গ্রামে গেলে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে রাখার চেষ্টা করি। আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটা ভালো লেগেছে।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
ভিডিও এডিটিং | @samhunnahar |
লোকেশন | কক্সবাজার সদর গ্রামের বাড়ি থেকে নেওয়া |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার ভিডিও টি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
কামরাঙ্গা এবং কামরাঙ্গা ফুলের খুবই সুন্দর কিছু ভিডিওগ্রাফি করেছেন আপনি। এই গাছটিতে দেখছি অনেক বড় বড় কামরাঙ্গা রয়েছে। আপনি হাটাহাটি করতে গিয়ে এই কামরাঙ্গা এবং কামরাঙ্গা ফুল গুলো দেখেছিলেন। এই সুন্দর ভিডিওগ্রাফি টি আমাদের সবার মাঝে খুবই সুন্দরভাবে ভাগ করে নিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। ভিডিওগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে
অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিওগ্রাফিটা আপনার ভালো লেগেছে। মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে কিছু ভিন্ন শেয়ার করার।
https://steemit.com/hive-129948/@samhunnahar/5onoed-or-or-or-or
আপু কামরাঙা আর ফুলের ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখন দেখছি সবাই ভিডিওগ্রাফি শেয়ার করে আর আমার কাছে সবার ভিডিওগ্রাফি অনেক ভালো লাগে। আমিও সময় পেলে অবশ্যই শেয়ার করবো। কামরাঙা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ।
ভিডিও নিতে অনেক ভালো লাগে তবে আমি অনেক আগে থেকে ভিডিওগ্রাফি করে রাখতাম তবে ইদানিং একদম করা হয় না।
সত্যিই আপু বর্তমান আবহাওয়াটা ভীষণ আলাদা। রাতে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে। আর দিনে রোদ। আপু আপনি অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফিটি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।কামরাঙ্গা ও কামরাঙ্গা ফুলের ভিডিও দেখতে ভীষণ সুন্দর হয়েছে।
ভাবা যায় না কখন বৃষ্টি আসবে কখন রোদ হবে বেশ মুশকিল। অনেক ধন্যবাদ আমার শেয়ার করা ভিডিও ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
কি যে এক আবহাওয়া পড়েছে রাতে বৃষ্টি দিনের রোদ্র। আবার কখনো বা এই রৌদ্র এই বৃষ্টি। অসাধারণ একটি ভিডিও কভার করেছেন কামরাঙ্গা ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছে।।শুভকামনা রইল আপু।
একদম ঠিক বলেছেন রোদের তাপ মাত্রা যেমন বেশি আবার ঝড়ো হাওয়া বয়ে আসে তাও অনেক ভয়ংকর অনেক ঝামেলার। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর উৎসাহ দিয়েছেন।
ঈদের ছুটিতে আপনার মায়ের কাছে গিয়ে কামরাঙ্গা ও কামরাঙ্গা ফুলের দারুন একটি ভিডিওগ্রাফি করেছেন দেখছি আপু। ভিডিওগ্রাফি করতে পারেন না বললে ভুল হবে, অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিওগ্রাফিটি। কামরাঙ্গা এর আগে অনেকবার দেখে এবং খেয়ে থাকলেও, কামরাঙ্গা ফুল কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। আপনার এই ভিডিওগ্রাফিটির মাধ্যমে প্রথমবারের মতো কামরাঙ্গা ফুল দেখলাম।
তাহলে তো অনেক ভালো হলো আপু আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনার কামরাঙ্গা গাছ দেখার সুযোগ হয়ে গেল সাথে ফুল ও দেখতে পারছেন অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন। এখন গ্রীষ্মকাল বাংলাদেশের একেক ঋতুতে একেক রকম ফল ফুল দেখতে পাই আমরা।অনেক সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আপনি ভিডিওগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের উপহার দেয়ার জন্য।
একদম ঠিক বলছেন ভাইয়া আসলে এক এক সিজনে এক এক ধরণের ফুল ফল দেখা যায় বেশ ভালো লাগে বাংলাদেশের প্রকৃতি। অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিওগ্রাফি ভালো লাগার জন্য।
এর আগে কখনো আমি কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা ফুল দেখিনি। শুধু কামরাঙ্গাটাই দেখেছি এবং খেয়েছি।ধন্যবাদ এত সুন্দর ভিডিওটা আমাদের মাঝে তুলে ধরার জন্য। বিশেষ করে এতে যে মিউজিক ব্যবহার করেছেন সে মিউজিক আরো এর সৌন্দর্য দ্বিগুণ করে দিচ্ছে।
কামরাঙ্গা দেখে একটা মজার কথা মনে পড়ল । আমাদের জিমে ছেলেরা জিম করার পরে মেয়েরা জিম করে। আমাদের আগে যখন ছেলেরা জিম করেছে,তাদের মধ্যে কেউ এক প্যাকেট ভরা কামরাঙ্গা লুকিয়ে রেখে গিয়েছিল জিমে নোটিশ বোর্ড এর পেছনে। আমি হঠাৎ করে সেটা হাতে পাই। বিশ্বাস করবেন না সেটার মধ্যে ৩০ থেকে ৩৫টা কামরাঙ্গা ছিল, মুহূর্তের মধ্যে সবাই শেষ করে ফেলল। তারপরে একটা কাগজের মধ্যে আমি লিখলাম,"পরের বার কামরাঙ্গার সাথে, বিট লবনও রাখবেন।শুধু শুধু কামরাঙ্গা খেতে কষ্ট হয়। " লিখে সে কাগজটাকে ওই প্যাকেটের মধ্যে ভরে আবার একই জায়গায় রেখে দিয়ে এসেছি। তারপরে আর কি হয়েছে জানিনা। 🤣😆
বেশ মজার গল্প শেয়ার করলেন তাহলে কামরাঙ্গা তো বেশ খেয়েছেন। কিন্তু ফুল এবং গাছ কখনো দেখেননি তাহলে আপনার জন্যই অনেক ভালো হলো ধন্যবাদ।
Twitter