RE: ভিডিওগ্রাফি-||কামরাঙ্গা ও কামরাঙ্গা ফুলের ভিডিও||
এর আগে কখনো আমি কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা ফুল দেখিনি। শুধু কামরাঙ্গাটাই দেখেছি এবং খেয়েছি।ধন্যবাদ এত সুন্দর ভিডিওটা আমাদের মাঝে তুলে ধরার জন্য। বিশেষ করে এতে যে মিউজিক ব্যবহার করেছেন সে মিউজিক আরো এর সৌন্দর্য দ্বিগুণ করে দিচ্ছে।
কামরাঙ্গা দেখে একটা মজার কথা মনে পড়ল । আমাদের জিমে ছেলেরা জিম করার পরে মেয়েরা জিম করে। আমাদের আগে যখন ছেলেরা জিম করেছে,তাদের মধ্যে কেউ এক প্যাকেট ভরা কামরাঙ্গা লুকিয়ে রেখে গিয়েছিল জিমে নোটিশ বোর্ড এর পেছনে। আমি হঠাৎ করে সেটা হাতে পাই। বিশ্বাস করবেন না সেটার মধ্যে ৩০ থেকে ৩৫টা কামরাঙ্গা ছিল, মুহূর্তের মধ্যে সবাই শেষ করে ফেলল। তারপরে একটা কাগজের মধ্যে আমি লিখলাম,"পরের বার কামরাঙ্গার সাথে, বিট লবনও রাখবেন।শুধু শুধু কামরাঙ্গা খেতে কষ্ট হয়। " লিখে সে কাগজটাকে ওই প্যাকেটের মধ্যে ভরে আবার একই জায়গায় রেখে দিয়ে এসেছি। তারপরে আর কি হয়েছে জানিনা। 🤣😆
বেশ মজার গল্প শেয়ার করলেন তাহলে কামরাঙ্গা তো বেশ খেয়েছেন। কিন্তু ফুল এবং গাছ কখনো দেখেননি তাহলে আপনার জন্যই অনেক ভালো হলো ধন্যবাদ।