সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ ১৬ই ডিসেম্বর। বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এদেশ পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে মুক্তি পায়। বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্রের নাম লেখা হয়। আর সেজন্যই এই 16 ডিসেম্বর কে আমাদের জাতীয় বিজয় দিবস বলা হয়।
লাখো শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এ বিজয়। এ বিজয় আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমাদের নিজস্ব একটি ভূখণ্ড তৈরি হয়েছে। কিন্তু এ বিজয়ের পথ কখনোই সহজ ছিল না আমাদের জন্য, দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়েই রচিত হয় বাংলাদেশ নামের একটি রাষ্ট্র।
সেই দিনকে স্মরণ করেই প্রতিবছর ১৬ ডিসেম্বর আমাদের দেশে পালন করা হয় মহান বিজয় দিবস। আর এর জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত হয় বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি। এই র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের বিভিন্ন কেন্দ্রীয় নেত্রীবর্গ।
আর এই বিজয় দিবস উদযাপন লক্ষ্যে আমিও ছুটে যাই এই বর্ণাঢ্য রেলিতে। এভাবে বিজয় দিবস উদযাপন করতে আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। বিজয় মিছিল শেষ করে শহীদদের জন্য দোয়া করা হয়।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি, এখন এর স্বাধীনতাকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। আশা করি সকলে এদেশের স্বাধীনতার ভারসাম্য রক্ষা করে চলবে।