সুস্বাদু মালাই চপের রেসিপি

in #very7 years ago

malai-chop-105309.jpg

চপ তৈরির জন্য উপকরণ যা লাগবে তা হলো: ফুল ক্রিম গুঁড়া দুধ-১ কাপ। বেকিং পাউডার-হাফ টেবিল চামচ। ময়দা-হাফ টেবিল চামচ। চিনি-১ টেবিল চামচ। ডিম-১ টি। ঘি-হাফ টেবিল চামচ। এলাচ গুঁড়া-৪ ভাগের ১ ভাগ।

মালাই তৈরির জন্য উপকরণ যা লাগবে: তরল দুধ- ১ লিটার। চিনি- ১ কাপ। এলাচ-৩ টি। গোলাপ জল-হাফ টেবিল চামচ। কেওড়ার জল-হাফ টেবিল চামচ। কাজুবাদাম- স্বাদ মতো

যেভাবে প্রস্তুত করবেন: প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা,বেকিং পাউডার, এলাচ গুঁড়া একত্রে নিন, আরেকটি বাটিতে চিনি, ডিম, ঘি মিক্স করে নিন এবং এবার সবকিছু একসাথে মিশিয়ে ময়দার ডো বানিয়ে নিন। হাতে তেল নিয়ে মিষ্টির আকারের গোল গোল হালকা চ্যাপ্টা আকারের বল বানান।

এবার একটি প্যান চুলায় দিন, এতে তরল দুধ, চিনি, এলাচ দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম রেখে ১০ মিনিট দুধ জ্বাল দিন। ১০ মিনিট পর দুধ ফুটে আসলে এতে আগেই তৈরি করে রাখা ময়দার চপ ছেড়ে দিন। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি রাখুন এবার এবং ঢাকনা দিয়ে এই ময়দার চপ ঢেকে দিন। ঢাকনায় যদি কোন ছিদ্র থাকে, টিস্যু দিয়ে বা ময়দার ডো দিয়ে বন্ধ করে দিন। ৫ মিনিট সময় দিন রান্না হতে।

৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠেছে, চামচ দিয়ে নাড়বেন না, মিষ্টি ভেঙ্গে যাবে। এবার গোলাপ জল, কেওড়ার জল দিয়ে দিন। ঢাকনা দিয়ে দিন এবং আবার ৫ মিনিট রান্না হতে দিন।

3d8ddd4f6ccf6cf7e533a35c0b118ccb.jpg

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.029
BTC 81517.90
ETH 1548.98
USDT 1.00
SBD 0.73