ঢাকায় 'ব্লু হোয়েল' গেমের প্রভাবে মেধাবী তরুণীর আত্মহত্যা!

in #vary7 years ago

ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় ইন্টারনেটভিত্তিক প্রাণঘাতি 'ব্লু হোয়েল' গেমের প্রভাবে ১৩ বছরের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সেট্রাল রোডের ৪৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

আত্মহুতি দেওয়া ওই কিশোরীর নাম অপূর্বা বর্ধন স্বর্ণা। মেধাবী এই ছাত্রী স্কুলের ফার্স্ট গার্ল হিসেবেই পরিচিত ছিল। ওয়াইডব্লিউসিএ হাইয়ার সেকেন্ডারি গালর্স স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে সে ফার্মগেটের হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত কিশোরীর বাবার সন্দেহ, ইন্টারনেটভিত্তিক ডেথ গেমস ব্লু হোয়েলের কবলে পড়ে তার মেয়ে আত্মহত্যা করেছে। তার মেয়ের লিখে যাওয়া একটা চিরকূট থেকে এমন তথ্য মিলেছে বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

তবে নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করলেও গেমের প্রভাবে মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি।

কিশোরীর বাবা অ্যাডভোকেট সুব্রত বর্মন বলেন, স্বর্ণা কয়েক বছর ধরে কম্পিউটার ও এনড্রয়েড মোবাইল ব্যবহার

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.19
JST 0.036
BTC 92345.77
ETH 3283.82
USDT 1.00
SBD 3.87