শানিতের ৩য় ডোজের টিকা
আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন? আশা,করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
ডিসেম্বররের ২৪ তারিখ ছিল আমার ছেলে শানিতের ৩য় ডোজের টিকা দেয়ার দিন।আমি নিজেই এখনো টিকা দিতে অনেক বেশি ভয় পাই।যে কোন টিকা বা ইনজেকশন দিতে গেলে মনে হয় অনেক বেশি ব্যথা লাগবে। তাই যারা টিকা দেয় তাদেরকে সবসময় বলি একটু আসতে দেবেন। তারা আমার কথা শুনে অনেক সময় হাসে অনেক সময় রাগ করে। বলে যতটুকু লাগার ততটুকু তো লাগবেই আমরা কি আপনাকে জোরে দিব আপনি কি আমার শত্রু।এসব কথা শুনে নিজেকে শান্ত করি সাহজ যোগাই।
আর সেখানে বাচ্চা টিকার কথা শুনলে তো আরো বেশি ভয় লাগে। একটা টিকা দেওয়ার পরে থেকে পরবর্তী ডোজের দিন পর্যন্ত শুধু মনে হয় কত না কান্নাকাটি করবে। ওরা তো অনেক ছোট কিছু বলতেও পারে না আর ওদের টিকার গুলো একসাথে কয়েকটা দেয়া হয় এতে করে অনেক বেশি ব্যথা লাগে। যাদের বাচ্চাদের টিকা দিয়েছেন তারা ভালো জানেন।আবার ওদের অনেক জ্বরও আসে প্রায় ২৪ ঘন্টা ওরা অনেক কান্নাকাটি করে। আগের দিন যে সময় দিয়েছে ঠিক পরের দিন ওই সময়ে ব্যথাটা কমে যায়। এজন্য আরও বেশি ভয় লাগে সারাদিন রাত ঘুমাতে পারেনা। আমি যেহেতু ভয় পাই তার মধ্যে আরো বাচ্চাকে দেবে এজন্য আমি নিজে কখনোই বাচ্চাকে কোলে নিয়ে টিকা দিতে পারি না।এই কাজগুলো সব সময় আমার মা ই করে। কারণ আমি সাথে গেলেও আমার মা কোলে নিয়ে ওদেরকে টিকা দিয়েছে। আমার মেয়ের বেলাও সব টিকা আমার মা ই দিয়ে নিয়েছে। আর ছেলের বেলাও দিয়েছে। কিন্তু এবার একটা বিশেষ কারণে আমার মা আসতে পারেনি। তাই জাহিরার বাবাকে বলেছিলাম যে তুমি চলো আমি তো অনেক বেশি ভয় পাই এ কথাটা শুনে জাহিরের বাবা বলে আমিও ভয় পাই। আমি বাচ্চাদের কান্না সহ্য করতে পারবো না। আমি টিকা দিয়ে দেখলে আমার শরীর খারাপ করবে।
তাই ২৩ তারিখ রাতে বৌদির সঙ্গে গল্প করতে করতে বৌদিকে আমার সমস্যাটার কথা বলেছিলাম। আর বৌদি আমার সমস্যার কথা শুনে বলল চিন্তা করবেন না। আমি শানিতকে নিয়ে যাব আর আমি টিকা দিয়ে নেব বৌদির কথাটা শুনে আমি মনে একটু শান্তি পেলাম। কারন আমি যে সমস্যায় পড়েছিলাম কাকে বলব কে আমার সমস্যার সমাধান করে দিবে বুঝতে পারছিলাম না। বৌদি এক নিমিষেই আমার সমস্যার সমাধান করে দিয়েছে।বৌদির সঙ্গে সব কথা ঠিকঠাক হওয়ার পরে আমরা ঠিক করি আমরা সকাল সকালে যাব টিকা দিতে।কারণ অনেক রকম সমস্যা দেখা দেয়। এখন টিকা দিতে দেখা যায় অনেক সময় অনেক লম্বা সিরিয়াল থাকে। নয়তো ওষুধ থাকে না কারণ এখন নির্বাচন সামনে তাই জন্য টিকার ওষুধের সাপ্লাই একদমই নেই। অনেক ওষুধ থাকে না সানিতের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার সময় একটা টিকা বাদ পড়েছে। জানিনা এবার দিতে গেলে কয়টা দিতে পারব বা বাদ পড়বে কিনা।
২৪ তারিখে ঠিক সকাল সকাল মনে অনেকটা ভয় একদিকে খারাপ লাগা কাজ করছে যে শানিত কান্নাকাটি করবে আবার অনেকটা চিন্তা নিয়ে বৌদি আর আমি দুজনেই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হলাম কারণ ওখানে বাচ্চাদেরকে টিকা দেয়।আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়।নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে জানতে পারি আজও একটা টিকা বাদ পড়বে শনিতের কারণ ওষুধের সাপ্লাই নেই।কি আর করার এটাকে মেনে নিতেই হবে কারণ এখানে কারো কিছু করার নেই ওষুধ না থাকলে তো টিকা দেয়া যাবে না।বৌদি কোলে নিয়ে কঠিন কাজটি করে দিয়েছে। আমার ছেলেকে কোলে নিয়ে টিকাটি দিয়েছে। আর দেওয়ার পরে শানিত অনেক কান্নাকাটি শুরু করেছে। আর আমরাও তাড়াতাড়ি করে বাসায় চলে আসি রিক্সা নিয়ে।তারপর থেকে তো সারা দিনের জন্য কান্নাকাটি শুরু। তারপরও মনে হয় একটু কম কষ্ট হয়েছে। যেহেতু তৃতীয় ডোজে একটা টিকা দিয়েছে এজন্য অনেকটা স্বস্তি পেয়েছিলাম।
বৌদিকে অনেক ধন্যবাদ আমাকে এত কঠিন একটা কাজ করে দেওয়ার জন্য। ছোট কাজ হল আমার কাছে অনেক অনেক কঠিন কাজ।সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে সুস্থ স্বাভাবিক আর একজন ভালো মনের মানুষ হিসেবে বড় হয়ে ওঠে।
আমার পোস্ট টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ....
আর বলবেন না ভাবি আমার ছেলেকে প্রথমবার যখন টিকা দিতে নিয়ে গিয়েছিলাম আমি এবং ওর বাবা দুজনেই বাবুর কান্না দেখে কান্না করে দিয়েছিলাম। কি যে খারাপ লাগে বাবু কান্না দেখে। যাক অবশেষে বৌদিকে পেয়েছিলেন সমস্যার সমাধান করার জন্য। আসলে বৌদি এমন একটা মানুষ যিনি মানুষের বিপদ দেখলে চুপ থাকতে পারেন না।
ঠিক বলেছেন ভাবি বৌদি সবার বিপদে এগিয়ে আসে। আমার ও খুব কষ্ট হয়েছে ভাবি।বাচ্চাদের কষ্ট সহ্য করা যায় না।