আর বলবেন না ভাবি আমার ছেলেকে প্রথমবার যখন টিকা দিতে নিয়ে গিয়েছিলাম আমি এবং ওর বাবা দুজনেই বাবুর কান্না দেখে কান্না করে দিয়েছিলাম। কি যে খারাপ লাগে বাবু কান্না দেখে। যাক অবশেষে বৌদিকে পেয়েছিলেন সমস্যার সমাধান করার জন্য। আসলে বৌদি এমন একটা মানুষ যিনি মানুষের বিপদ দেখলে চুপ থাকতে পারেন না।
ঠিক বলেছেন ভাবি বৌদি সবার বিপদে এগিয়ে আসে। আমার ও খুব কষ্ট হয়েছে ভাবি।বাচ্চাদের কষ্ট সহ্য করা যায় না।