পরীক্ষা শেষে অবসর সময় না কাটিয়ে করে ফেলো ভালোভাবে ছুটি কাটানোর প্ল্যানিং ।

in #vacation7 years ago (edited)

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ? আশা করি ভালো আছো । আজ আমি আলোচনা করবো পরীক্ষা শেষে অবসর সময়টায় কীভাবে ট্রাভেলের প্ল্যানিং করা যায়। কিছু দিন হলো ঊচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা চলাকালীন আমাদের অনেক কিছুই করতে মনে চায়, মনে চায় দূরে কোথাও ঘুড়ে আশি কিন্তু তা করতে পারি না। কারন পরীক্ষা নামক শিকল আমাদের পায়ে বাঁধা থাকে। আবার পরীক্ষা শেষে আমাদের মাথা থেকে সে সব আইডিয়া হাওয়া হয়ে যায়। বুঝে উঠতে পারি না অবসর সময় কীভাবে কাটাবো , তাই আলসেমি করেই একটি মহামুল্যবান দিন আমরা পাড় করি। তাই সামনের ছুটিতে যাতে আলুর বস্তার মতো ঘড়ের এক কোনায় আলস সময় পাড় না করে আজই ট্রাভেল প্ল্যানিংটা সেরে ফেলো।

প্ল্যান করা



Source

তুমি কোথায় যেতে চাও একা যেতে চাও নাকি বন্ধুদের সঙ্গে যেতে চাও সেটি ঠিক করো। যেহেতু তুমি একজন স্টুডেন্ট তাই তোমার প্ল্যানিং টাও হতে হবে সেই হিসেবে। কখনোই ব্যবসায়িক বা চাকুরিজীবিদের মতো চিন্তা করে প্ল্যান করবে না। ট্রাভেল করার সময় ঘুম, বিস্তর আড্ডাবাজি, মুভি আর খাওয়া-দাওয়া’র পাশাপাশি কিছু স্কিল ডেভেলপমেন্ট এর জন্যও সময় রাখতে পারো । সর্বদা নতুন জায়গা হতে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা রাখবে।


দৈনিক রুটিন অব্যহত রাখা



Source

আমরা যখনই একটি ছুটি পাই তখনই আমাদের দৈনন্দিন জীবনে একটু আলসেমোর ভাব দেখা দেয়। আমরা বেপরোয়া হয়ে পড়ি এবং আমাদের রেগুলার রুটিন হতে বহির্ভুত কার্যকলাপ করি। যেখানে আমরা ভোরে ঘুম থেকে উঠে জগিং এ বের হতাম সেখানে আমরা ছুটির দিনে বেলা ১১টা পর্যন্ত ঘুমাই। আবার অনেক সময় রাত জেগে মুভি দেখি, কিন্তু এতে যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে সেদিকে আমাদের খেয়াল থাকে না। এতে আমাদের শরিরের অনেক ক্ষতি হয় , যার ফলে নানা ধরনের রোগ বা দুর্বলতা দেখা দেয়। তাই ছুটির সময় নিয়মতান্ত্রিক জীবনটাই মেনে চলা ভবিষ্যতের জন্য শ্রেয় ।


নতুনত্যের হাওয়া লাগানো


আমরা প্রায়ই বিভিন্ন ছুটিতে দেশের বিভিন্ন দর্শনিয় স্থান গুলিতে ঘুরতে ঘুরতে বোরিং ফিল করে। মাঝে মাঝে ট্যুর করতে খুব খারাপ লাগে। তাই যদি ট্যুর করতে খাআরপ লাগে তাহলে অন্য কোন পদ্ধতিতে সময়টা কাটানোটা কি উচিত নয়? হ্যা অবশ্যই সময়ের অপচয় না করে তুমি যেই জিনিসটা শিখতে ইচ্ছুক কিন্তু কখনো সময়ের অভাবে করতে পারো নাই, সেই জিনিসটা শেখার পারফেক্ট সময় এই সময়টি ।

upvote.gif

Sort:  

ভ্রমনের এই দারুন আইডিয়া টা খুব ভালো লাগলো,,,,,

Dhonnobad rasel

taile akta vot den ,,,, suduthankd vai.

sir you are great

অসাধারন সব আইডিয়া ধন্যবাদ @rishan 👍

apnakeo dhonnobad alamin

ভ্রমণ সবসময় ভালো লাগে . আর পরীক্ষা শেষে এই সময় কাজে লাগানো যায়. তোমার ভ্রমণ এর আইডিয়া আসলেই খুব সুন্দর.

Congratulation rishan! Your post has appeared on the hot page after 13min with 9 votes.

Excellent tip, indeed after some difficult exam or a long day at university I feel somewhat stressed, nothing better than go for a walk, breathe fresh air and not think about anything

This post has received votes totaling more than $50.00 from the following pay for vote services:

minnowbooster upvote in the amount of $221.54 STU, $310.74 USD.
postpromoter upvote in the amount of $88.51 STU, $131.22 USD.
appreciator upvote in the amount of $76.85 STU, $107.79 USD.
therising upvote in the amount of $9.03 STU, $13.59 USD.

For a total calculated value of $396 STU, $563 USD before curation, with a calculated curation of $84 USD.

This information is being presented in the interest of transparency on our platform and is by no means a judgement as to the quality of this post.

You got a 16.52% upvote from @postpromoter courtesy of @rishan!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

ভাই আপনার সাথে কি কোন মতে যোগাযোগ করা যাবে। যেমন ফেইসবুক, Whats up. রিপ্লে দিয়েন ভাই

It's always important take a breathe no matter what it's just relaxing, thanks for sharing!

Tumi anek samay niye khub sundar kichu upodesh diyecho.Ei guli bebohar korle jibon ta ektu organized ebong bhalo hote pare.Atleast chutir din guli

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.23
JST 0.038
BTC 104229.43
ETH 3217.74
SBD 5.54