ULOG: Smartphone Review (Part-1)
Huawei Honor 7s:
Full Details :
আবারও মার্কেটে আসছে বাজেট ফ্রেন্ড্রলি স্মার্টফোন৷ চিনা সংস্থা Huawei লঞ্চ করল Honor 7s৷
সেটটির দাম থাকছে ৬,৯৯৯ টাকা৷ ইতিমধ্যেই বাজারে রয়েছে হাজারো পকেট-ফ্রেন্ড্রলি ফোন৷
যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য Redmi 4, Xiaomi Redmi 5A, Infinix Smart 2, InFocus Vision 3,Samsung Galaxy J2 Core এবং Moto E3 Power৷
আগামী ১৪ সেপ্টেম্বর ফ্লিপকার্ট থেকে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা৷ ডুয়েল সিমের ফোনটিতে থাকছে ৫.৪৫ ইঞ্চের ডিসপ্লে স্ক্রিন৷
ফোনটির ব্যাটারি থাকছে যথেষ্ট উন্নতমানের (3,020mAh)৷
সংস্থা (Honor) দাবি করেছে নতুন এই ডিভাইসটি থাকছে বিশেষ ধরণের প্রযুক্তি সমৃদ্ধ৷ ফোনটিতে থাকছে ২ জিবি RAM এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ৷
শুধু তাই নয়, মেমারি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো সম্ভব হবে
২৫৬ জিবি পর্যন্ত৷
ফোনটির ক্যামেরাও থাকছে বেশ ভাল মানের৷ LED ফ্লাসলাইট যুক্ত রিয়ার ক্যামেরাটি থাকছে ১৩ মেগাপিক্সেলের৷ সেলফি প্রেমীদের জন্য ফন্ট ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের থাকছে৷ ব্লু, ব্ল্যাক এবং গোন্ড, এই তিনটি রঙে পাওয়া যাবে সেটটি৷ ইউজাররা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পাবেন না ফোনটিতে৷ তবে, ক্যামেরাতে থাকছে ফেস
ডিটেকশনের সুবিধা৷
Thanks For View
My Post
This post was made from https://ulogs.org