Beautiful sunset scene
ধন্যবাদ সবাইকে!
এটা হচ্ছে আমার শহরে বিকেল বেলা সুন্দর দৃশ্য । আমি আজ বিকেল বেলা আমাদের ছাদে যায় এবং এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পাই। তখন মোটামুটি অন্ধকার নেমে আসতে ছিল এবং তার দিকে মানুষ জন তাদের বাসায় লাইট জ্বলা ছিল। তাছাড়া সূর্য থেকে এসেছিল যা দৃশ্যটাকে আরো সুন্দর করে তুলেছে । আসলে গ্রামের মত এই সুন্দরভাবে উপভোগ করতে না পারলেও একটু একটু উপভোগ করা যায় । শহরে থাকি বলে সূর্যাস্ত একটু কম ভোগ করতে পারি। কিন্তু আমরা সব সময় তা চেষ্টা করে থাকি মনকে ফ্রেশ রাখার জন্য।
আজ আর নয়। পরবর্তী content আবার দেখা হবে এমন সুন্দর সুন্দর content দেখতে হলে আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন