রিয়াল মাদ্রিদের বড় জয়!!

in আমার বাংলা ব্লগlast month (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ২৩ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000572486.jpg

Sony Liv channel থেকে স্কিনশর্ট নেওয়া।


ফুটবল কে যদি আপনি শুধুমাত্র একটা খেলা মনে করেন তাহলে সেটাকে আমি আপনার অজ্ঞাত বলব। ফুটবল অসংখ্য মানুষের বেঁচে থাকার অবলম্বন। অন্তত ল‍্যাটিন আমেরিকা বা ইউরোপের দেশগুলোর দিকে তাকালে আমরা এইরকমই দেখতে পাই। গতকাল রাতে উয়েফা চ‍্যাম্পিয়ন লীগের ম‍্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব‍্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়ার ক্লাব সার্লজবার্গ। ম‍্যাচটা ছিল বাংলাদেশ সময়ে রাত ২ টাই। তবে রাত আমার কাছে কোন বিষয় না আমি ঠিক প্রস্তুত হয়ে ছিলাম খেলা দেখার জন্য। উচল পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ খুব একটা ভালো অবস্থানে নেই। এইজন্যই এই ম‍্যাচটা জয়ের কোন বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের কাছে। কার্লো আনচেলওি মোটামুটি তার স্কোয়ার্ডে থাকা সেরা খেলোয়াদের দিয়েই শুরু করে।


1000572492.jpg

1000572498.jpg

1000572488.jpg

1000572491.jpg

1000572499.jpg


রিয়াল মাদ্রিদের ফর্মেশন ছিল ৪-৪-২ অন‍্যদিকে প্রতিপক্ষ সার্লজবার্গ এই একই ফর্মেশনে মাঠে নামে। যাইহোক খেলা শুরু হয় সঠিক সময়ে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ফেভারিট হলেও সেরকম গুছিয়ে খেলতে পারছিল না। রিয়াল মাদ্রিদের দখলে অধিকাংশ বল থাকলেও তাদের খেলা ছিল অগোছালো। অন‍্যদিকে সার্লজবার্গ বেশ ভালো খেলছিল। ম‍‍্যাচের ২৩ মিনিটে একটা লং বল দেয় ভিনিসিয়াস জুনিয়র বলটা বেলিংহামের পায়ে লেগে রদ্রিগোর কাছে চলে যায়। এবং রদ্রিগো সুন্দর একটা ফিনিশ করে। রদ্রিগোর গোলে ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের ৩৪ মিনিট বেলিংহাম এর রদ্রিগোর অসাধারণ বোঝাপড়ায় বল পেয়ে যায় রদ্রিগো। ডিবক্সের কিছুটা ভেতর থেকে অসাধারণ এক শর্ট করে গোল করে। এবং ম‍্যাচে নিজের দ্বিতীয় গোল করে রদ্রিগো।


1000572501.jpg

1000572502.jpg

1000572505.jpg

1000572504.jpg

1000572506.jpg


রিয়াল মাদ্রিদ তখন ২-০ গোলে এগিয়ে। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুর দিকে ম‍্যাচের ৪৮ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক এর ভুলে বল পেয়ে যায় এমবাপ্পে। এবং একটা সহজ ফিনিশ করে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যায় এমবাপ্পে। এরপরের গল্পটা যেন পুরোটাই ভিনিসিয়াসময়। ম‍্যাচের ৫৫ মিনিটে মদ্রিচের দেওয়া অসাধারণ থ্রু বল দিয়ে প্রতিপক্ষ ডিবক্সে ঢুকে যায় ভিনিসিয়াস। এরপর অসাধারণ এক শর্টে গোল করে ভিনিসিয়াস। এই গোলের মাধ্যমে পুরোপুরি ৪-০ তে তখন এগিয়ে রিয়াল মাদ্রিদ। অন‍্যদিকে প্রতিপক্ষ সার্লজবার্গ তখন পযর্ন্ত কোন পজেটিভ আক্রমণ করতে পারেনি। এভাবেই খেলা চলতে থাকে। ম‍্যাচের ৭৭ মিনিটের কথা। মাদ্রিদ ডিবক্স থেকে বল নিয়ে এগিয়ে যায় ভালভার্দে।


1000572523.jpg

1000572521.jpg

1000572509.jpg

1000572515.jpg

1000572517.jpg


সার্লজবার্গ ডিবক্সের বাইরে থেকে বলটা দিয়ে দেয় ভিনিসিয়াসের দিকে। ভিনি কয়েকজন কে বোকা বানিয়ে অসাধারণ এক ফিনিশ করে। ম‍্যাচে নিজের দ্বিতীয় গোল করে ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদ তখন ম‍‍্যাচে পুরোপুরি ৫-০ গোলে এগিয়ে। ম‍্যাচের ৮৫ মিনিটে একটা গোল করে সার্লজবার্গ। তবে এতে করে শুধু ব‍্যবধান কমেছে কিছুটা। রিয়াল মাদ্রিদ পুরো ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম‍্যাচে দুই গোল করে সর্বোচ্চ ৯ রেটিং নিয়ে ম‍্যাচসেরা হয় ভিনিসিয়াস। এই নিয়ে উচল এ ৭ ম‍‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ তে রয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম‍্যাচ ৩০ তারিখে ব্রেস্ট এর সাথে। তবে এইবার চ‍্যাম্পিয়ন লীগের ফর্মেশন পরিবর্তন হওয়ার জন্য প্লে অফ খেলা লাগবে রিয়াল মাদ্রিদের।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 last month 

Daily task

1000572526.jpg

1000572525.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

একদম চমৎকার স্পোর্টস রিভিউ করেছেন ভাই।সার্লজবার্গ এবং রিয়াল মাদ্রিদের মধ্যেকার টানটান উত্তেজনা কর একটি ম্যাচের রিভিউ করেছেন। যেখানে রিয়াল মাদ্রিদ ৫:১ গোলে জয়ী হয়েছে। ভেনিয়াস কিন্তু তরুণ হিসেবে চমৎকার খেলা দিয়ে যাচ্ছে বরাবরই। এই ম্যাচেও সে দুইটা গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। যাই হোক রিয়াল মাদ্রিদ এবংসার্লজবার্গ এর মধ্যে হওয়া ম্যাচটি সুন্দর করে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67