একদম চমৎকার স্পোর্টস রিভিউ করেছেন ভাই।সার্লজবার্গ এবং রিয়াল মাদ্রিদের মধ্যেকার টানটান উত্তেজনা কর একটি ম্যাচের রিভিউ করেছেন। যেখানে রিয়াল মাদ্রিদ ৫:১ গোলে জয়ী হয়েছে। ভেনিয়াস কিন্তু তরুণ হিসেবে চমৎকার খেলা দিয়ে যাচ্ছে বরাবরই। এই ম্যাচেও সে দুইটা গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। যাই হোক রিয়াল মাদ্রিদ এবংসার্লজবার্গ এর মধ্যে হওয়া ম্যাচটি সুন্দর করে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।