Picture of Papa

in #tree3 years ago

এটি একটি ফলন্ত পেঁপে গাছের ছবি। বাংলাদেশে সর্বত্রই এটি পাওয়া যায়। ছবিতে প্রদত্ত গাছটি প্রায় 12-14 ফুট লম্বা। গাছটিতে যখন প্রথম পেঁপে ধরেছিল তখন একটি পাঁকা পেঁপের ওজন হয়েছিল সাড়ে তিন কেজি। বাংলাদেশ বিভিন্ন জাতের পেঁপে পাওয়া যায়। এটি একটি ভাল জাতের পেঁপে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এটি বিশেষ করে সবজি হিসেবে ব্যবহৃত হয়। পাঁকা পেঁপের সমাদরও কম নয়। উক্ত ফলটি শরীরে বিশেষ করে হার্টের জন্য খুবেই উপকারী। সাধারণত ডাক্তাররা অসুস্থ রোগীর খাদ্য তালিকায় সবজি হিসেবে নির্বাচিত করে থাকেন। শুধু তাই নয় পাঁকা পেঁপেও খুবই সুসাদু এবং শরীরের জন্য ভাল। দেশের প্রায় প্রতি বাড়ীতে দু-একটি করে পেঁপে গাছ আছে। কেউ ব্যবসা ভিত্তিকও পেঁপের চাষ করে থাকে তাদের পেঁপের ক্ষেত মনোরম শোভা মনে দোলা দেয়। একজন কৃষক যদি সঠিক পদ্ধতিতে পেঁপে চাষ করে তা হলে এটার মাধ্যমে সে সহজেই জীবিকা নির্বাহ করতে পারে। পেঁপে চাষ করে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা তাদের নিজের চাহিদা মিটিয়ে শহর এলাকায় চালান করে অর্থ উপার্জন করে। এ ছাড়াও কোন কোন এলাকায় পেঁপে গাছের ছাল দিয়ে ঘরের বেড়াও তৈরি করে থাকে। পরিশেষে এটা নিঃসন্দেহে বলা যায় পেঁপে গাছ এমন একটি গাছ যা মানুষের অন্ন, বস্ত্র ও বাস স্থানের যোগান দেয়।
Papa.jpg

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23