ঢাকা শহর ভ্রমণ

in আমার বাংলা ব্লগ12 days ago


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকের বিষয় থাকবে ঢাকা ভ্রমণ। আমরা শখ করে ভ্রমণ করতে যেমন পছন্দ করি ঠিক তেমনি বিশেষ প্রয়োজনেও ভ্রমন করতে হয়। আমার আজকের ভ্রমণ পোস্টটা থাকবে মায়ের অসুস্থতার জন্য ঢাকা শহরে অবস্থান করেছিলাম। সে মুহূর্তের ধারণ করা ফটো আর ঢাকা সাভার থেকে ধানমন্ডি পর্যন্ত যাওয়ার অনুভূতি।

IMG_20240520_153423_484.jpg

photography device:
Infinix Hot 11s-50m

What3words Location


ফটোগ্রাফি সমূহ:


অবস্থান করছিলাম ঢাকা জাহাঙ্গীরনগর এলাকায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছিলাম। যেতে হবে ধানমন্ডি অতিক্রম করে পান্থপথে একটি হসপিটালে। আন্টির বাসা থেকে অটো গাড়িতে উঠে হাই রোডের দিকে আসলাম। এরপরে বিশমাইল ভাই ওভার অতিক্রম করে ঢাকা গ্রামী বাসের জন্য অপেক্ষা করলাম। কিছুটা সময় পর লক্ষ্য করে দেখলাম ঢাকা গ্রামে বাস এসে উপস্থিত হল। এরপর সেই বাসের মধ্যে উঠে বসলাম। বাসে উঠেই ভালোভাবে সিট পেলাম। এরপর যাত্রীবাহী বাস এগিয়ে যেতে থাকলো ঢাকা সাভারের দিকে। আমি যেখান থেকে বাসে উঠেছিলাম সেখান থেকে ঢাকা সাভার বেশ অনেকটা দূরে। বিশমাইল এরিয়া অতিক্রম করে জাহাঙ্গীরনগর, এরপর সোজা ঢাকা সাভার।

IMG_20240520_140222_256.jpg

IMG_20240520_140546_253.jpg

IMG_20240520_142558_890.jpg

IMG_20240520_143154_391.jpg

IMG_20240520_143253_970.jpg


ঢাকা সাভারে এসে বাস কিছুটা সময়ের জন্য থেমে থাকাই অনেক কিছু ফটো ধারণ করতে পারি। এছাড়াও স্লোভাবে যখন বাস রানিং করেছিল তখনো ফটোগ্রাফি করছিলাম। অনেক ভালো লাগছিল ঢাকা শহরের বড় বড় বিল্ডিং গুলো দেখে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সুন্দর করে সাইনবোর্ড আকারে লেখা রয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোর পরিচয়। বারবার শুধু জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম আর দেখতে ছিলাম। লক্ষ্য করে দেখতে ছিলাম শহরে জীবনের চিত্র। কত শ্রেণীর পেশার মানুষ তার নিজ নিজ কাজকর্মের জন্য ব্যস্ত হয়ে এদিক থেকে ওদিকে চলছেন। বিভিন্ন বিক্রেতারা তাদের জিনিস বিক্রয় ব্যস্ত রয়েছেন। গ্রামীণ জীবনধারা টা শহরের জীবনধারা চেয়ে ব্যতিক্রম। মানুষ শহরে আসে ইনকামের জন্য। আর শহর থেকে মানুষ গ্রামে যায় আরাম-আয়েশের জন্য। তবে গ্রামের মানুষ পরিশ্রমী বেশি। শহরের মানুষেরাও পরিশ্রমে বেশি। শহরের মানুষ বিলাসিতা বেশি পছন্দ করে থাকে কিন্তু সেই বিলাসিতার মধ্যে প্রশান্তি কম। গ্রামের মানুষের বিলাসিতা কম থাকলেও সেখানে শান্তি রয়েছে বেশি। ইট পাথরে গোড়া শহর দেখতে দেখতে যেন এমনই চিন্তা ধারা মনের মধ্যে হচ্ছিল। এভাবেই গাড়ি যত অগ্রসর হচ্ছিল ততই বৈচিত্র্যময় জীবনধারা চোখে বাঁধছিল।

IMG_20240520_142843_152.jpg

IMG_20240520_145428_625.jpg

IMG_20240520_145413_916.jpg

IMG_20240520_151931_3.jpg

IMG_20240520_150726_181.jpg


অনেক জায়গাতে গাছ পালার সংখ্যা খুবই কম। আবার কিছু কিছু জায়গাতে বিল্ডিং এর আশেপাশে বিভিন্ন রকমের গাছের দেখা মিলল। যখন ছোট ছিলাম শুধু একটা কথাই মানুষের মুখে শুনতাম। ঢাকা শহর শুধু বিল্ডিং এ পরিপূর্ণ কোন গাছপালা নাই। তবে যতদূর চলতে থাকলাম গ্রামীণ পরিবেশ অথবা দূর-দূরান্তে গাছপালা যথেষ্ট লক্ষ্য করেছি। যেখানে শহর নগর বন্দর গড়ে উঠেছে সেখানে গাছপালা সংখ্যা কম এটাই সত্য। তাই বলেছে একদমই গাছপালা নেই এটা ভুল ধারণা। আরো ভালো লাগছিল রাস্তার মাঝখানে যে সমস্ত গাছ লাগিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার প্রচেষ্টা চলছে তাই দেখে। তবে একটা বিষয় খেয়াল করে দেখলাম প্রচন্ড গরমের মুহূর্তে গাছগুলোর পানির ব্যবস্থা প্রয়োজন রয়েছে কিন্তু সেই ব্যবস্থা নেই। দুপাশে রাস্তা, রোদ গরমের কারণে গাছগুলো জায়গায় জায়গায় মরে রয়েছে। যদি গাছগুলোর যত্নের ব্যবস্থা থাকত তাহলে পরিবেশটা আরো সুন্দরভাবে গড়তে পারতো। কিন্তু সরকারি গাছ বলে কথা, কে নিবে দায়িত্ব।

IMG_20240520_145039_9.jpg

IMG_20240520_151053_6.jpg

IMG_20240520_150758_1.jpg

IMG_20240520_150103_058.jpg

IMG_20240520_152348_984.jpg


এভাবেই গাড়ির যত এগিয়ে যেতে থাকলো আমি ততই লক্ষ্য করতে থাকলাম ঢাকা শহর। ঢাকা সাভার, হেমায়েতপুর,গাবতলী, মিরপুর, ধানমন্ডি বাস যত অগ্রসর হচ্ছিল ততই জানো দেখার শেষ ছিল না। নিজের কাছে অন্যরকম মনে হচ্ছিল এই জন্য যে লেখাপড়া শেষ করে ফেলেছি নিজের এলাকার মধ্যে কিন্তু ঢাকা শহরে সেভাবে যাওয়া হয়নি। অনেকে চাকরির জন্য আবার অনেকেই বিভিন্ন কারণে ঢাকা শহরে উপস্থিত হয়েছে অল্প বয়সে। আমিও এর আগে একবার উপস্থিত হয়েছিলাম, তবে সেটা সাভার পর্যন্ত। বিভিন্ন মাধ্যমে ট্রাফিক জ্যাম দেখেছি কিন্তু সরাসরি উপস্থিত হয়ে তার বাস্তবতা দেখলাম। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি রাস্তার বেশ কিছু ভিডিও। আর এবার যেন বেশ অনেকবার এভাবেই দেখতে পারলাম নিজ চোখে। ব্যস্তময় মানুষের জীবনধারা। আর এভাবেই ঢাকা শহর দেখা।

IMG_20240520_153412_820.jpg

IMG_20240520_154108154_BURST0001_COVER.jpg

IMG_20240520_150621_8.jpg

IMG_20240520_153531_541.jpg

IMG_20240520_154059_775.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনWhat3words
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


Untitled_design.png.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

11-02-25

Screenshot_20250211-202701.jpg

Screenshot_20250211-202613.jpg

 12 days ago 

শহর ভ্রমণের সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো লেগেছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে পেরে। আপনি খুব সুন্দর করে ঢাকা শহরের চিত্র ধারণ করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লেগেছে আমার। এর সাথে ঢাকা শহর ভ্রমণের অভিজ্ঞতা জানতে পারলাম।

 12 days ago 

ভালো লাগলো মন্তব্য দেখে

 12 days ago 

আপনি ঢাকা শহর ভ্রমণের স্মৃতিগুলো খুব সুন্দর করে স্মরণ করেছেন এবং ফটোগ্রাফির মাধ্যমে জানার সুযোগ করে দিয়েছেন। ঢাকা শহরটা এমন। কথায় আছে ঢাকায় টাকা ওরে আর এই জন্য দূর-দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে চাকরির ব্যবসা অথবা কোন কর্মসংস্থানের জন্য। তাইতো সবুজের অরণ্য খুবই কমে গেছে শহরে। গ্রামীণ পর্যায়ে গাছপালা বেশি দেখবেন। একদম শহরে গাছপালাটা খুবই কম।

 12 days ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 11 days ago 

এরপরে বিশমাইল ভাই ওভার অতিক্রম করে ঢাকা গ্রামী বাসের জন্য অপেক্ষা করলাম। কিছুটা সময় পর লক্ষ্য করে দেখলাম ঢাকা গ্রামে বাস এসে উপস্থিত হল।

ভাই আপনি তাড়াহুড়া করে হয়তো বানান ভুল করেছেন। বানানটা ঢাকাগামী বাস হবে। যাইহোক আপনি সাভার থেকে ধানমন্ডি পর্যন্ত ভ্রমণ করে, অনেকগুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখছি। ঢাকা শহরে যানজট আর যানজট। আসলে আমার মতে বসবাস করার জন্য গ্রাম বেস্ট। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67