এরপরে বিশমাইল ভাই ওভার অতিক্রম করে ঢাকা গ্রামী বাসের জন্য অপেক্ষা করলাম। কিছুটা সময় পর লক্ষ্য করে দেখলাম ঢাকা গ্রামে বাস এসে উপস্থিত হল।
ভাই আপনি তাড়াহুড়া করে হয়তো বানান ভুল করেছেন। বানানটা ঢাকাগামী বাস হবে। যাইহোক আপনি সাভার থেকে ধানমন্ডি পর্যন্ত ভ্রমণ করে, অনেকগুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখছি। ঢাকা শহরে যানজট আর যানজট। আসলে আমার মতে বসবাস করার জন্য গ্রাম বেস্ট। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।