রামু রাবার বাগান

in #travellast year

রামু রাবার বাগান.jpg

রামু রাবার বাগান, যা কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কি.মি দূরে রামু উপজেলায় অবস্থিত। এটি মুলত পাহাড় ও সমতলের সমন্বয়ে গড়ে উঠেছে। জানা যায়, ১৯৬০-৬১ সালে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় অনাবাদি জমি গবেষণার মাধ্যমে রামুতে রাবার চাষাবাদ শুরু করা হয়।

এখানে রয়েছে-

ছোট বড় অসংখ্য পাহাড়, টিলা
প্রায় ১,৪০,০০০ টি রাবার গাছ

মুলত রামু রাবার বাগান যেতে হলে প্রথমে কক্সবাজার আসতে হবে। সবথেকে ভালো আপনি কক্সবাজারে থাকা/খাওয়ার ব্যবস্থা করে গাড়ি/সিএনজি/অটো রিজার্ভ করে দরিয়া নগর ঘুরতে যাবেন।

ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার উপায়-

বাস স্ট্যান্ড-

সায়েদাবাদ
ফকিরাপুল
মহাখালী

বাসসমূহ-

হানিফ
সৌদিয়া
এস আলম
শ্যামলী
ঈগল
সোহাগ
গ্রিন লাইন
মডার্ন লাইন

উল্লেখ্য, শুধুমাত্র ঢাকা থেকে সরাসরি ট্রেনে যাওয়ার উপায় নেই। তবে রেলের কাজ চলমান। তাই আপনাকে আগে চট্টগ্রামে যেয়ে সেখান থেকে কক্সবাজার যেতে হবে।

ট্রেনসমূহঃ

কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বা ফেনী রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনসমূহ-

সোনার বাংলা
সুবর্ণ এক্সপ্রেস
তূর্ণা-নিশীথা
মোহনগর প্রভাতী/গোধুলি
চট্টগ্রাম মেইল

বিমানসমুহঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার যাওয়ার ফ্লাইটসমূহ-

বাংলাদেশ বিমান
ইউএস বাংলা এয়ারলাইন্স
নভোএয়ার

কক্সবাজারের আবাসিক হোটেলসমূহ-

মারমেইড বীচ রিসোর্ট
সায়মন বীচ রিসোর্ট
ওশেন প্যারাডাইজ
লং বীচ
সী প্যালেচ
কোরাল রীফ
ঊর্মি গেস্ট হাউজ
নীলিমা রিসোর্ট

কক্সবাজারের রেস্টুরেন্টসমূহ-

রোদেলা
ঝাউবন
ধানসিঁড়ি
নিরিবিলি

উল্লেখ্য, কক্সবাজারে অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে। এতে আপনি আপনার বাজেট অনুযায়ী থাকা খাওয়ার ব্যাবস্থা করতে পারবেন।

কক্সবাজার থেকে রামু রাবার বাগান

কক্সবাজারের যে কোন জায়গা থেকে গাড়ি/সিএনজি/অটো দিয়ে রামু রাবার বাগান ঘুরে আসা যায়। কলাতলী মোড় থেকে লোকাল গাড়ি/সিএনজি/অটো করে রামু রাবার বাগান যাওয়া যায়। যদি একসাথে কয়েযজন যান, তাহলে খোলা জীপে করেও ঘুরে আসতে পারবেন।

তবে যদি কক্সবাজারে থাকেন তাহলে বাস স্ট্যান্ড কিংবা আপনার হোটেলের আশেপাশের রাস্তাতেই খোঁজ করলে গাড়ি/সিএনজি/অটো রিজার্ভ খুব সহজেই পেয়ে যাবেন।

রামু রাবার বাগান ভ্রমণের সুবিধা হল-

পরিবার, দম্পতি এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত
সুন্দর এবং মনোরম প্রকৃতি
পিকনিক স্পট
যান্ত্রিক সুবিধা

সতর্কতা-

প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
আপনি যদি সাঁতার না জানেন তবে জলে ঝাঁপ দেবেন না
পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায় বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Source: রামু রাবার বাগান - Birat Bazar

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 94313.10
ETH 3182.98
USDT 1.00
SBD 2.99