পাখি সমাচার

in #travellast year

আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে।

পাখি প্রেমি নাই এমন লোক খুজে পাওয়া খুবই দুষ্কর।আমার মেয়েদের ও অনেক দিনের শখ তারা পাখি কিনবে। ওর বাবাকে মাঝে মাঝে বলে। কিন্তু কিনে দেয় না।আজ দিই কাল দিই বলতে বলতে অনেক দিন চলে যায়। ডিসেম্বর এর ৩১ তারিখ মেয়েদের রেজাল্ট দিছে।যেখানে আমার ছোট মেয়ে প্রথম স্থান অধিকার করে।

IMG20240110185127.jpg
এখন মেয়ে বাবার কাছে পুরস্কার হিসেবে কিছুদিতে বলে। যেই কথা সেই কাজ।ওর বাবা অফিস থেকে আসার সময় পাখি অর্ডার করে আসে।এই কথা শুনে মেয়েদের খুশি দেখে কে।সেই খুশি তারা। সন্ধার পর তার বাবার সাথে গিয়ে পাখি নিয়ে আসে।পাখিগুলো দেখতে খুব সুন্দর।

তাদের কিচিরমিচির শব্দে সারা বাসা মাতোয়ারা হয়ে আছে।মেয়েরা তাদের খুব যত্ন নিচ্ছে।তাদের পানি খাওয়ানো ওষুধ দেয়া নিজেরাই করতেছে।
IMG20240110185110.jpg
আমার কিন্তু খাচায় পাখি পালন করা তেমন পছন্দ না।কিন্তু মেয়েদের শখ এর কাছে আমি নিরুপায়। ওরা বাবা মেয়ে মিলে পাখি যত্ন করছে।অবশ্য এখনও ওদের শ্রেণী পাঠদান শুরু হয় নাই।তাই তারা পাখি নিয়ে ব্যস্ত আছে। তাদের বিদ্যালয়ে যাওয়া শুরু হলে তখন সব দেখভাল এর দায়িত্ব আমার কাধে এসে পড়বে।

আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 85899.17
ETH 2128.83
USDT 1.00
SBD 0.63