ট্রেন ভ্রমণের অনুভূতি
আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। পরীক্ষার কারণে অনেকদিন আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারেনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখন পরীক্ষা শেষ, এখন আমি নিয়মিত পোস্ট শেয়ার করব। পরীক্ষা শেষ তাই ট্রেনে করে বাসায় চলে এলাম। আজকে ট্রেন ভ্রমণের অনুমতি আপনাদের মাঝে শেয়ার করব।
দীর্ঘ এক মাস পরীক্ষা দেয়ার পর পরীক্ষা শেষ হল। পরীক্ষা শেষ হওয়ার পর যে কি আনন্দ লেগেছিল। কারণ এখন আমি বাড়ি যাবো দুই মাস পর। বাড়িতে আসার জন্য কাপড়-চোপড় আগের রাতেই গোছানো শেষ করি। তারপর আজকে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করি। এরপর নাস্তা করেই সব কিছু নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। স্টেশনে পৌঁছে দেখতে পাই অনেক লোক ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এরপর আমি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। তারপর আমিও প্লাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি।
অবশেষে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেন আসে।ট্রেনে উঠার জন্য মানুষের ঠেলাঠেলি শুরু হয়ে যায়। কারণ আমরা সবাই বাঙালি,আর বাঙালিদের স্বভাব ঠেলাঠেলি করা। যাই হোক অনেক কষ্ট করে ট্রেনে উঠে পড়ি,কিন্তু সিট পাইনা।দাঁড়িয়ে পথ চলা শুরু করি। দরজার সামনে দাঁড়িয়ে প্রকৃতির সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে যেতে থাকি। ট্রেন ভ্রমণের এটাই একটি সুন্দর মুহূর্ত।
ট্রেনে কিছু কষ্ট লাগার মুহূর্ত থাকে। ট্রেনে অনেক ভিক্ষুক থাকে। কারো হাত নাই,কারো পা নাই, কারো আবার দুই চোখ অন্ধ। এদের দেখে অনেক কষ্ট লাগে। সবাইকে সাহায্য করতে মন চায় কিন্তু স্টুডেন্ট হিসেবে সবাইকে তো সাহায্য করার মত পকেটের অবস্থা থাকে না। কয়েকজনকে সাহায্য করলাম।আর বাকি গুলোকে খালি হাতেই ফেরত দিতে হলো। খালি হাতে ফেরত দিতে অনেক কষ্ট লাগছিল।
ট্রেনে আরেকটি সাধারণ বিষয় হলো হকার। ট্রেনে হকার থাকবেই। এই হকাররা সারাদিন অনেক পরিশ্রম করে। তারা তাদের পরিবার চালানোর জন্য অনেক সংগ্রাম করে। তাদের বিক্রি অনেক কম এবং তাদের লাভ ও কম।তাই দিয়ে তারা তাদের সংসার অনেক কষ্ট করে চালায়। এতেই তারা অনেক খুশি থাকে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখলাম। কিছুদূর যাওয়ার পরেই একটা সিট পেলাম। সেখানে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। মনোমুগ্ধকর প্রকৃতি।এই অনুভূতিটা পাবার জন্যই আমি ট্রেন ভ্রমণ করি।অবশেষে তিন ঘণ্টা ভ্রমণ করার পর গন্তব্যে এসে পৌঁছাই। এরপর অটোতে করে বাড়িতে চলে আসি।
আজ আর নয়। পরবর্তী পোস্টে আমার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।খোদা হাফেজ।
বন্ধু দারুন পোস্ট করেছ। আবার দেখা হবে ইনশাআল্লাহ এক তারিখ কিংবা দুই তারিখে। ট্রেনের মধ্যে হকার থাকে এটাই স্বাভাবিক কেননা তাদের ব্যবসায় ী এইভাবে খুঁজে বেড়ানো আর বিক্রি করা।
পোস্ট করার আগে অবশ্যই লক্ষ্য করতে হবে কোন কমিউনিটি সিলেক্ট আছে কিনা। কমিউনিটি সিলেক্ট করে তারপরে পোস্ট করতে হয় এরপর থেকে আশা করি ঠিক হয়ে যাবে।
ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এটা বুঝতে পারিনি।
Curated by - @ripon0630
Thank you