Hazarduari travel best
ভারতের পশ্চিমবঙ্গের murshidabad জেলার অবস্থিত হাজারদুয়ারী। হাজারদুয়ারীর নবাবিয়ানা ঐতিহ্যর জন্য বিখ্যাত ছিল প্রাচীনকালে নবাব সিরাজদৌলার নাম এখনো ছরিয়ে আছে সমস্ত murshidabad জেলা জুরে। হাজারদুয়ারী বর্তমানে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তিন তলা বিশিষ্ট এক গম্বুজকৃত ঘর এই ঘরে হাজার খানা দরজা আছে যার জন্য হাজারদুয়ারী নাম হয়েছে। এছাড়াও এইখানে পর্যটকদের দেখার জন্য আরও অনেক কিছু আছে। নবাবের সভার ঘর, জাদুঘর, এছাড়াও নবাবী ছোয়ার প্রাচীন জিনিস এই হাজারদুয়ারীতে রাখা আছে। হাজারদুয়ারী দেখতে পর্যটক আসেন।