lake & amazing bridge

in #travel7 years ago

মহামায়া লেক এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ।
.
ঘোরাঘুরির জন্য চট্টগ্রাম আদর্শ জায়গা। এবং সীতাকুন্ড-মিরসরাই খুব সম্ভবত ভ্রমণপিপাসুদের জন্য স্বর্গ।
.
প্রথমে গিয়েছিলাম মহামায়া ইকো পার্ক। এই পার্কের প্রধান আকর্ষণই হচ্ছে মহামায়া লেক। পাহাড়ের মাঝে একটুকরো নীলাভ, সবুজ দীঘি। লেকে নৌকায় চড়া যায়, কায়াকিং করা যায় এবং চাইলে পাশে ক্যাম্পিংও করা সম্ভব।
.
সকালটুকু লেকের ধারে কাটিয়ে, পড়ন্ত দুপুরে রওনা দিলাম বাঁশবাড়িয়া সী-বিচের উদ্দেশ্যে। অনেকতো কক্সবাজার- পতেঙ্গায় সমুদ্র দেখলাম, ভেবেছিলাম বাঁশবাড়িয়া কি আর এমন হবে!
image
দূর থেকে দেখে আলাদা কিছু মনেও হল না।
কিন্তু সব ধারণা পাল্টে গেল এই সেতুতে ওঠার পর। মনে হচ্ছিল, সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি আর পায়ের তলায় ঢেউ আছড়ে পড়ছে। অদ্ভুত সুন্দর অনুভূতি।
image
বিঃদ্রঃ আপনার ব্যবহৃত চিপসের প্যাকেট, পানির বোতল, আইসক্রিমের খোসা ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না। নির্ধারিত স্থানে ফেলুন কিংবা সম্ভব হলে সঙ্গে নিয়ে আসুন।
.
হ্যাপি ট্রাভেলিং!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90748.39
ETH 3148.78
USDT 1.00
SBD 2.98