নকশিপল্লী, পূর্বাচল (৩০০ ফিট)

in #travel6 years ago

যারা ঢাকার মধ্যেই যানজটের থেকে দূরে গিয়ে একটু শান্তির আভাস পেতে চান তাদের জন্য একটা ভাল জায়গা হতে পারে পূর্বাচলের বালু ব্রিজের পাশের এই সুন্দর এলাকা..
এখানে মোটামুটি অনেক খাওয়ার হোটেল, রেস্তোরা আছে কিন্তু আমার দেখা মতে একটু ভিন্ন ধাচের একটা রেস্তোরা হল "নকশিপল্লী"... আপনি এখানে নদীর পাশে বসে কিছুটা সুন্দর সময় কাটাতে পারেন
ইচ্ছে করলে বোটে ঘুরতে পারেন..
এমনকি ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন!!!
আর আশে পাশে হাটার অনেক জায়গা আছে.. চারপাশের কাশফুল গুলো যখন এক দল বেধে উড়ে আসবে তখন পরিবেশ হবে আরো রোমাঞ্চকর

image

আজকে অনেক আড্ডার সাথে বিভিন্ন ধরনের খাবার ও খেলাম...
ঝালমুড়ি = ৪০/= টাকা
চার জন খেয়েছি স্বাদ খুভ ভালো ছিলো এবং সব খাবার টাটকা সামনেই বানাচ্ছে...
পিয়াজু ২/= টাকা পিছ
চা ১০/= টাকা কাপ
চাপরির দাম টা ভুলে গেসি
মিষ্টি খেলাম স্বাদ খারাপ না ভালোই ছিলো কিন্তু খাবার আগে অবশ্যই দামাদামি করে নিবেন....
কিভাবে যাবেন:
ঢাকার যেকোনো জায়গা থেকে আগে আপনাকে ৩০০ ফুটে আসতে হবে..আপনি চাইলে নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারেন..

image

৩০০ ফুট থেকে পূর্বাচল যাওয়ার পথে ২টা ব্রিজ পরছে.. প্রথমে পড়বে বোয়ালিয়া ব্রিজ তারপরে পড়বে বালু ব্রিজ.. বালু ব্রিজ পার হয় ডানে টার্ন নিতে হবে ওখানে দেখবেন লেখা আছে ভোলানাথপুর কবরস্থান.. এই ভিতরের পথ ধরেই চলে যাবেন.. আর যাদের গাড়ি নেই ৩০০ ফুটে এসে এখান থেকে অটোতে আপনাকে যেতে হবে "বালু ব্রিজ" প্রতিজনের অটোভাড়া নিবে ৩০ টাকা. অটো থেকে নেমে ভিতরে ১০-১৫ মিনিট হাটলেই পেয়ে যাবেন "নকশিপল্লী"
যে কাউকে জিজ্ঞাস করলেই দেখিয়ে দিবে....
সব মিলিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে জাওয়ার জন্য সুন্দর একটা জায়গা চারপাশে প্রাকৃতিক পরিবেশ নদী গাছপালা বিভিন্ন ধরনের খাবার টাটকা শাক-সবজি সব ই পাবেন...
আর ৩ টার সময় বের হলে সবকিছু ভালো করে ঘুরতে পারবেন
খাবার এর মান
৮/১০
পরিবেশ ১০/১০
দাম ১০/১০ টিক আছে বেশি না...

Sort:  

This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:

  • Spam
  • Plagiarism
  • Scam or Fraud

ঢাকার মধ্যেই যানজটের থেকে দূরে গিয়ে একটু শান্তির আভাস

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67368.20
ETH 2618.26
USDT 1.00
SBD 2.68