Travelling:To Enjoy Beauty

in #travel7 years ago

খৈয়াছড়া ঝর্ণা,
মিরসরাই, চট্টগ্রাম..
পাহাড়ের সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়েছে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায়...
মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চার কিলোমিটার পূর্বে ঝর্ণার অবস্থান। এরমধ্যে এক কিলোমিটার পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হয় পায়ে হেঁটে। বাঁশের সাঁকো, ক্ষেতের আইল, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ছরা, অন্তত ৪টি পাহাড় পেরিয়ে যখন ঝর্ণার স্বচ্ছ জলে পর্যটকরা পা ডোবায় তখন মনে হয় পথের এই দূরত্ব খুব সামান্য...
q2.jpg

ভয়ংকর সৌন্দর্যের আরেক নাম খৈয়াছড়া... কারন যায়গাটা যেমন সুন্দর, তেমনি বিপদজনক...
পরপর ১২ টি ঝর্ণা একটার পর আরেকটা সাজিয়ে সৃষ্টিকর্তা যে অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করেছেন, সেটা নিজের চোখে না দেখলে ছবি বা ভিডিও দেখে উপলব্ধি করা সম্ভব নয়...

কিন্তু এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে কষ্টও করতে হবে অনেক... কোনো দুর্বলচিত্ত মানুষকে নিয়ে এখানে যাওয়ার কথা কল্পনাও করা যাবেনা... এই যায়গায় যাওয়ার জন্য সাহসী আর শক্তসামর্থ্য হওয়া প্রথম শর্ত...
সাধারণত বর্ষার শুরুতে গেলে ঝর্ণার ভয়ংকর সৌন্দর্য দেখতে পারবেন...
q1.jpg

১/ খৈয়াছড়া ট্রেইল করতে হলে কখনোই সাধারণ স্যান্ডেল বা স্লিপার নিয়ে যাবেন না। গেলে পস্তাবেন... আপনাকে ভালো গ্রিপের স্যান্ডেল বা জুতা নিয়ে যেতে হবে... তাহলে পাহাড়ে উঠতে সুবিধা হবে...

২/ শার্ট বা প্যান্ট না পড়ে নর্মাল থ্রী কোয়ার্টার বা টিশার্ট পড়লেই সবচেয়ে ভালো হবে...কারন ভেজা শরীরে আপনাকে ট্র‍্যাক করতে হবে...

৩/ সাথের ব্যাগটা যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করবেন কারন এইটা নিয়ে আপনাকে অনেক উপরে উঠতে হবে এবং অনেক হাঁটতে হবে...

৪/ ব্যাক্তিগতভাবে বললে, ঐখানকার খাবার আমার কাছে একদমই ভালোলাগেনাই, এমনকি ড্রিংকস ও না.. তাই সম্ভব হলে, যতটুকু পারেন সাথে করে শুকনা খাবার নিয়ে যাবেন...

৫/ ঝর্ণায় যাওয়ার আগে একজন ট্রাভেল গাইড নিয়েগেলে সবচেয়ে ভালো হয়... কারন তারা আপনাকে ঝর্ণা আর ঝিরিপথের সবচেয়ে সহজ রাস্তায় নামিয়ে দিতে পারবে..

৬/ বর্ষাকালে খৈয়াছড়ায় অনেক জোঁক থাকে... বর্ষাকালে গেলে সাথে করে লবন নিয়ে যাবেন... কোথায় জোঁক আক্রমন করলে হালকা লবনের ছিটা দিলেই সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে...

৭/ সেখানে বসবাসকারী মানুষগুলো অনেক ভালো এবং বন্ধুসুলভ... তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, তারা অবশ্যই আপনাদের সেবা করবে...
q.jpg

আর আপনারা যদি কেউ যান তাহলে, প্লাস্টিকের প্যাকেট, বোতল বা কোনো অপচনশীল দ্রব্য ফেলে সেখানকার সৌন্দর্য এবং পরিবেশ নষ্ট করবেন না...
কারন দেশটা আমাদের...
আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদেরই...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.039
BTC 97341.19
ETH 3597.68
USDT 1.00
SBD 3.92