কেওক্রাডং সামিট

in #travel6 years ago

fghfghfg.jpg

#অনেকদিনকেওক্রাডংযাইনা ।------
অনেক সুন্দর একটা যায়গা । ট্রেকিং করে যাওয়া আর মাঝে মাঝে একটু বিশ্রাম জঙ্গল থেকে জঙ্গলে । ফ্রেস পেপে আর কলা এটা একদম অসাধারণ । সাজেকের মারুতি দিদির মত সব যায়গায় পেয়ে যাই এমন কিছু দিদি যিনি ট্যুরের খাবার স্বাদের বেপারে করেনা কৃপণতা ।
ঢাকা থেকে খুব ভোরে পৌছে যাই বান্দরবন শহরে । যাওয়ার পর প্রথম কাজটা ছিল ফজরের নামাজ । তার পর সেলফি :D :D । এত সকালে খাবারের হোটেল পাওয়া মুশকিল হলেও পেয়ে গিয়েছি হোটেল । সকালের নাস্তা টা ছিল অসাধারণ একটা খিচুড়ি । আমরা ৮ জন ছিলাম । নাস্তা শেষ করে প্রথমের ঢাকা ফিরার টিকেট কেটে নিলাম । আগেই বলে নিচ্ছি ট্যুর করেছিলাম Abu Bakar Siddique ভাই ও উনার বাউন্ডুলে টীমের সাথে ।

চমৎকার একজন ট্রাভেলার । ঢাকা ফিরার টিকেট কেটে আমরা চলে গেলাম রোমা যাওয়ার বাসস্ট্যান্ডে । সেখান থেকে বাসে করে প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি কোন এক অজানা গন্তব্যে কিন্তু না আমরা জানি আমরা কোথায় যাচ্ছি । আমরা রোমা যাচ্ছি। পাহাড়ের আকা বাকা রাস্তায় মনের প্রতিটি চিন্তার ধাপ একে একে নিরব হয়ে যাচ্ছে । শান্তির ঠিকানার নাম হয়ত কারো জানা নেই কিন্তু শান্তির পথে যাচ্ছি সেটা অনুভব করতে পারছিলো প্রত্যেকেই । ১ ঘন্টা বাসে চরে কিছু সময়ের বিরতি এর মধ্যে শুরু হয়--- "সেই রকম কলা খোর episode"-- ।।--বেশ অনেকটা সময় পার করে পৌছে গেলাম রোমা বাজার । সেখানে গিয়ে ত তুমুল খানাদানা --------

কিছু ফরমালিটিস ছিল আর্মিদের সেই গুলো শেষ করলাম । আর হে রোমা বাজারে আমাদের জন্য অপেক্ষায় ছিলো সেমোয়েলস দা সে আমাদের গাইড । তিনি একজন চমৎকার মানুষ । নাই বা পারবনা বা হবে না এমন কিছু উনার ডিকশেনারিতে নাই । আমরা BBQ করতে রোমা বাজার থেকে ২ টা মুরগী কিনে নিলাম ।

IMG_20180315_115433.jpg

তারপর একটা জিপ নিয়ে সোজা যাত্রা শুরু করলাম বগা লেক এর দিকে । ও আল্লাহ এত সুন্দর ছিল মুহূর্ত গুলো তা কোন লেখক তার লিখা দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারবে না । আকা বাকা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা । মনে ৯০ ডিগ্রি এঙ্গেল হয়ে গেলাম ।

IMG_5677.JPG

এত টাই অসাধারণ । রোড গুলো কাজ চলছিলো তখন । প্রকৃতির আলিঙ্গন করে আহবান যানাচ্ছে বগালেকের পথে । ১ ঘণ্টা ৩০ মিনিট পর আমরা পৌছে গেলাম বগা লেকে উঠার জন্য যে স্থান টি ঠিক সেই পাহাড়ের নিচে । কিনে নিলাম চিকন চিকন বাশ :D :D হাটতে সুবিধা হয় । একদম উচু পাহাড়ে উঠার পথে ক্লান্তি হয়ত কিছুটা ছিলো কিন্তু আনন্দটা ছিলো মনের রাখার মত।

(১১০০+ ফুট) উপরে বগালেক যা আশ্চার্য জনক। অনেক সময় নিয়ে আসতে আসতে উঠে গেলাম বগা লেক । সেখানে আবার কিছু ফরমালেটিস ছিলো আর্মিদের সাথে । সেই গুলো শেষ করে আমরা চলে গেলাম লেক ভিউ এমন একটা রিসোর্টে ।সারা শরীর বালি দিয়ে মেকাপ :D :D । বাগা লেকে গোসল করা নিষেধ না কিন্তু সাঁতার কাটা নিষেধ ।

IMG_20180317_123007.jpg

আর কি করার মগ দিয়ে মাথায় পানি ঢেলে গোসল করলাম । আহ কি শান্তি । সবাই এক সাথে খাবার খেয়ে একটু বিশ্রাম করে নিলাম খাবার টা আমার কাছে দারুন লেগেছিলো । সন্ধ্যা টা ছিল হাজার টা সন্ধ্যা থেকে ও বেশি স্পেশাল । তেতুল গাছের নিচে আড্ডা দিচ্ছিলাম । আজানের পর অনেকটা ঘুরাঘুরি তার পর প্রসেসিং শুরু করি BBQ সব কিছু রেডি করে শুরু হলো BBQ কাজ ।

IMG_5522.JPG

১ ঘণ্টা পর সেই BBQ সামনে । সবাই মিলে খেয়ে নিলাম । ঐ দিন BUET এর ৬০ জন ছাত্র ছিলো কেওক্রাডং । আমরা তখন বগা লেক । আগামীকাল আমরাও যাব কেওক্রাডং । রাতের খাবার খেয়ে সারা রাত আড্ডা হইহুল্লোর করতে করতে ঘুমিয়ে গেলাম । স কাল ৫ টায় উঠে রেডি হয়ে আজানের সাথে সাথে যাত্রা শুরু কেওক্রাডং এর পথে -- ট্রেকিং ট্রেকিং ট্রেকিং । পায়ে হেটে এত উপরে আগে কখনো উঠা হয় নাই । যাবার পথে দেখেছি বান্দর বনের গহিনে লুকিয়ে থাকে সৌন্দর্য । আহ কি সুন্দর । কখনো পাহাড়ে উঠতেছি আবার কখনো নিচে নামছি , পাহাড়ে পাহাড়ে প্রতিযোগিতা কে বেশি সুন্দর । চলে আসলাম চিংড়ি ঝর্নাতে এত বড় আর এত সুন্দর যা বর্ষা কালে নিজের সৌন্দর্য বিলিয়ে দেয় এই ঝর্না ।

IMG_5630.JPG

কিছু সময় ছিলাম ঝর্নাতে। তার পর আবার হাটা শুরু ২ ঘণ্টা পর পৌছে গেলাম দার্জিলিং পাড়া । বান্দর বনের অনেক সুন্দর গ্রাম রয়েছে এটি অন্যতম । ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উপরে , সবাই মিলে নাস্তা করলাম । তার পর ফটোসেশন আছেই । প্রায় ৪ ঘণ্টা পর আমরা দারিয়েছিলাম ৩১৭২ ফুট উপরে -- নাম কেওক্রাডং -----

কেওক্রাডং এ কি হয়েছে আর সৌন্দর্য কি ধরনের ছিলো তা নিজেরাই দেখে আসেন । কেওক্রাডং সামিট এর একটা ফটো আপলোড দিলাম ।
ইভেন্ট আসছে অপেক্ষা করুন । - - - ) Butterfly Tour & Tourism
Group link:- https://www.facebook.com/groups/ButterflyTourEvent/

Page link :- https://www.facebook.com/utcbutterfly/

Sort:  

Great post!
Thanks for tasting the eden!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 95882.33
ETH 3347.19
USDT 1.00
SBD 3.21