Landlord house

in #travel7 years ago

পহেলা বৈশাখে ঘুরে আসতে পারেন ঢাকার পাশেই, ঐতিহ্যবাহী মুড়াপাড়া জমিদার বাড়ি যা এখন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত। যেখানে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও পান্তা-ইলিশ খাওয়ার সু-ব্যবস্থা। সাথে উপভোগ করে আসতে পারেন ঐতিহ্যবাহী মুড়াপাড়া জমিদার বাড়ির প্রাচীনতম স্থাপত্য।
image

মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার
আমি মনে করি যারা ভ্রমণ করে তাদের সবারই মন পরিষ্কার তারা কেউই যেখানে সেখানে ময়লা ফেলেনা।
আমাদের যদি এরকম বদ অভ্যাস থাকে তাহলে আসুন আমরা সবাই এই বদ অভ্যাসটি ত্যাগ করি
সুখী ভ্রমণ।

image

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.037
BTC 96709.35
ETH 3340.46
USDT 1.00
SBD 3.16