জেনারেল রাইটিং: টাকা বেশি, চিন্তা বেশি; টাকা নাই, চিন্তা নাই!
♥️বিসমিল্লাহির রহমানির রহিম♥️
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে টাকা বেশি, চিন্তা বেশি; টাকা নাই, চিন্তা নাই! জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
টাকা নাই, চিন্তা নাই? এ কথা আংশিক সত্য। যাঁদের কাছে টাকা নেই, তাঁরা হয়তো বিনিয়োগ, নিরাপত্তা বা সম্পদের হিসাব নিয়ে চিন্তা করে না। কিন্তু তাঁরা অন্য ধরনের বাস্তবতা মোকাবিলা করে—প্রতিদিনের খরচ কীভাবে চালানো যাবে?সংসার চলবে কীভাবে?ভবিষ্যৎ অনিশ্চিত—এ নিয়ে দুশ্চিন্তা থাকবে না?যদিও তাদের দুঃশ্চিন্তার ধরন আলাদা, অনেক সময় দেখা যায় যে সীমিত চাহিদা ও অভ্যাসের কারণে তারা অপেক্ষাকৃত কম মানসিক চাপ অনুভব করে। যারা অভাবের মধ্যে থেকেও সুখ খুঁজে নিতে জানে, তারা ছোট ছোট আনন্দ উপভোগ করতে পারে এবং কম জটিল জীবনে অভ্যস্ত হয়ে যায়।তাহলে সমাধান কী?টাকা থাকা ভালো, তবে সেটাই জীবনের মূল বিষয় হয়ে উঠলে দুশ্চিন্তা বাড়বেই। আবার টাকা না থাকলে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। তাই আমাদের উচিত—
টাকার প্রতি আসক্ত না হয়ে অর্থকে একটি প্রয়োজনীয় উপকরণ হিসেবে দেখা।জীবনকে সরল রাখা, যাতে অতিরিক্ত দুশ্চিন্তা না বাড়ে।যতটুকু প্রয়োজন, ততটুকু অর্জনের চেষ্টা করা এবং অতিরিক্ত লোভ এড়িয়ে চলা।জীবনের আসল সুখ সম্পর্ক, মানসিক শান্তি ও ছোট ছোট আনন্দের মধ্যে খুঁজে নেওয়া।অর্থ আসবে, অর্থ যাবে—কিন্তু জীবন একটাই। তাই টাকার পেছনে দৌড়ানোর চেয়ে, টাকা ও জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করাই শ্রেয়!
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ:👇
লেখাটি জীবন ও টাকার সম্পর্ক খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। সত্যিই, টাকার গুরুত্ব অস্বীকার করা যায় না, তবে তা যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য না হয়ে ওঠে। টাকার সঙ্গে আসা দুশ্চিন্তা এবং সীমিত সম্পদের মধ্যে শান্তি খোঁজার বিষয়ে যে ভাবনা তুলে ধরা হয়েছে, তা অনেকের জন্যই মূল্যবান উপদেশ। জীবনের আসল সুখ আসলে সম্পর্ক এবং মানসিক শান্তিতেই। খুবই চিন্তাশীল এবং বাস্তবিক আলোচনা।
আজ আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একদম সঠিক। কেননা এই পৃথিবীতে অনেকে মনে করে যে টাকাই হল একমাত্র সুখ। কিন্তু আমার মনে হয় যে এই পৃথিবীতে যার যত বেশি টাকা রয়েছে সে তত বেশি অসুখী।
আজকে আপনার পোষ্টের সাথে আমি কিন্তু একমত। যাদের টাকা বেশি তাদের চিন্তা ভাবনা বেশি থাকে। তারা টাকা আরো কিভাবে বেশি করবে কোন জায়গা বিনিয়োগ করবে এই চিন্তা করে। সবচেয়ে বড় কথা যাদের টাকা বেশি তাদের ঘুম হয় না। আর যাদের টাকা নাই তাদের চিন্তাও নাই। হয়তোবা দিনের পরিস্থিতির সাথে তারা মোকাবেলা করতে হয়। আর তাদের ঘুম হয় ভালো। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
এটা সত্যি বলেছেন ভাই টাকার প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে অর্থকে প্রয়োজন হিসেবে দেখায় সব থেকে বেশি ভালো। আমার কাছেও মনে হয় যে ব্যক্তির কাছে যত বেশি টাকা আছে সেই ব্যক্তি তত বেশি টেনশন করে। তবে এদিকে আবার টাকা না থাকলেও টেনশন। এক কথায় সব কিছুরই একটা লিমিট আছে পরিমিত পর্যায়ে থাকাটা ঠিক বলে মনে হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকের এই পোস্টের মধ্যে আপনি একেবারে বাস্তবিক কিছু কথা ফুটিয়ে তুলেছেন৷ আসলে যার টাকা বেশি তার চিন্তাও তত বেশি থাকে৷ বেশি টাকা হয়ে গেলে সে ভাবে যে সে কি করবে৷ সে টাকা সে কোথায় রাখবে এবং বিভিন্ন ধরনের চিন্তাই তার মাথার মধ্যে আসে৷ আর যাদের কাছে টাকা থাকে না তাদের কোন চিন্তাও থাকে না। তারা কোনভাবে যেন কোন ধরনের হতাশার সম্মুখীন হয় না৷ তবে এক্ষেত্রে টাকা যেরকম বেশি পরিমাণে থাকাটাও সমস্যা তেমনি একেবারে কম থাকাটাও সমস্যার৷ তাই আমি মনে করি যাদের কাছে নিজেদের চলার মত অথবা নিজেদের চাহিদা গুলো পূরণ করার মত টাকা থাকে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত৷ তার থেকে বেশি টাকার কোন দরকার নেই৷ এগুলো নিয়েই তারা সন্তুষ্ট থাকলেই তাদের জীবন সুন্দর।আজকের এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ৷