You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং: টাকা বেশি, চিন্তা বেশি; টাকা নাই, চিন্তা নাই!

in আমার বাংলা ব্লগlast month

আজকের এই পোস্টের মধ্যে আপনি একেবারে বাস্তবিক কিছু কথা ফুটিয়ে তুলেছেন৷ আসলে যার টাকা বেশি তার চিন্তাও তত বেশি থাকে৷ বেশি টাকা হয়ে গেলে সে ভাবে যে সে কি করবে৷ সে টাকা সে কোথায় রাখবে এবং বিভিন্ন ধরনের চিন্তাই তার মাথার মধ্যে আসে৷ আর যাদের কাছে টাকা থাকে না তাদের কোন চিন্তাও থাকে না। তারা কোনভাবে যেন কোন ধরনের হতাশার সম্মুখীন হয় না৷ তবে এক্ষেত্রে টাকা যেরকম বেশি পরিমাণে থাকাটাও সমস্যা তেমনি একেবারে কম থাকাটাও সমস্যার৷ তাই আমি মনে করি যাদের কাছে নিজেদের চলার মত অথবা নিজেদের চাহিদা গুলো পূরণ করার মত টাকা থাকে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত৷ তার থেকে বেশি টাকার কোন দরকার নেই৷ এগুলো নিয়েই তারা সন্তুষ্ট থাকলেই তাদের জীবন সুন্দর।আজকের এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 75992.84
ETH 1433.38
USDT 1.00
SBD 0.63