পড়াশুনার শেষে চাকরি করার জন্য আপনার করনিও

in #tips7 years ago (edited)

পড়াশুনার শেষে চাকরি করার জন্য আপনার করনিও 

image source

আমাদের দেশে পড়াশুনার পরেই চাকরি পাওয়া যাই না । চাকরি পাইতে হলে চাই অধিক দক্ষতা এবং বাস্তব জ্ঞান । এবং অধিক প্রতিযোগীতার সম্মুখিন হতে হয়। তার পরও আমাদের দেশে চাকরি পাওয়া অনেক কঠিন । কারও না কারও সাপোর্ট ছাড়া একদম চাকরি হয় না। তার পরও আপনার যদি সঠিক জ্ঞান থাকে তাহলে চাকরি পাবেন । চাকরি পাওয়ার জন্য আমাদের দেশে কর্মস্তান খুব কম কিন্তু চাকরি করার প্রতিযোগী অনেক বেশি । তাই আপনাকে এই প্রতিযোগীতার সম্মুখিন হতে হলে নিজে কেই তৈরি করে নিতে হবে । এর জন্য আপনার করনিও ।


চাকরির জন্য কম্পিউটার শিক্ষা  খুব জরুরি 

image source

বর্তমান সময় চাকরি করার জন্য কম্পিউটার শিক্ষা খুব জরুরি। কম্পিউটার শিক্ষা ছাড়া বর্তমানে কোন চাকরি সম্ভব নই। কারন চাকরির সমস্ত কাজ এখন কম্পিউটার দ্বারা হইয়া থাকে । আর সমস্ত কাজ কম্পিউটার দ্বারা নিয়ান্ত্রন করা হইয়া থাকে। আর আপনি যদি কম্পিউটার শিক্ষা না পারেন তাহলে লেখা পড়ার শেষ করেই শিক্ষা গ্রহণ করুন । 


বাস্তব জ্ঞান থাকা অবশ্যই জরুরি 

image source

আপনাকে অবশ্যই বর্তমান বিশ্ব সম্পর্কে ধারনা থাকতে হবে। বর্তমান দেশ কি গতিতে চলছে । বর্তমানে দেশে কি ঘটে সেই গুলো জানতে হবে। আপনি যদি এই বাস্তব সম্পর্কে জ্ঞান অর্জন না করতে পারেন আপনি অনেক পিছনে পড়ে যেতে পারেন। এর জন্য আপনি সময় এর সাথে নিজেকে গড়ে নিন । নিজেকে প্রতিযোগিতার সম্মুখিন হিসাবে গড়ে তুলুন । আপনি ও পারবেন , সব কিছু করতে । 

সৃজনশীল জ্ঞান থাকতে হবে

image source

বর্তমান সময় সৃজনশীল জ্ঞান খুবই মূল্যবান । আপনার চাকরি পাওয়ার পর  সব কিছু আপনাকে বলবে না, আংশিক বলতে পারে আর বাকি সব আপনার নিজের জ্ঞান দ্বারা বুজতে হবে। এটাই হল সৃজনশীল জ্ঞান। আর বর্তমান সময় এই জ্ঞান না থাকলে চাকরি পাওয়া খুব সমস্যা হইয়া দাড়াই । 


কাজের চাপ সহ্য করার ক্ষমতা  

image source

মাঝে মাঝে আপনার চাকরি জিবনে কাজের চাপ অনেক টা বেড়ে যাই । আর এই কাজের চাপ আপনাকে নিয়ন্ত্রন করতে হবে। আপনাকে চাপ সহ্য ক্ষমতা অর্জন করে নিজেকে গড়ে নিতে হবে। সেই জন্য আপনার মাথা একটু ঠাণ্ডা করে গড়ে তুলতে হবে। আপনার মাথা যদি গরম হয় তাহলে আপনি কাজের চাপ নিয়ন্ত্রন করতে বার্থ হবেন । সুতরাং এজন্য আপনাকে সর্বদা নিজেকে তৈরি করে নিতে হবে। 


আমার কথা গুলো যদি মেনে চলেন তাহলে হইত কিছু করতে পারেন। এবং জিবনে উন্নতি করতে পারেন । সবাই ভাল এবং সুস্ত থাকবেন । সবার সুস্ত কামনা করছি । 

@chuadanga পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ । 

Sort:  

খুবভালো একটি ব্লগ তৈরি করেছেন "পড়াশুনার শেষে চাকরি করার জন্য করনিও" সম্পর্কে। আমি আশাকরি আপনার এই উপদেশ গুলো অনেক কাজে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ এই মুল্যবান কন্টেন্টের জন্য

অনেক ধন্যবাদ ভাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য ।

খুবই ভাল লাগ্লো। আর কাজের চাপ টা আসলেও অনেক বড় একটা ব্যাপার বর্তমান সময়ে।
ধন্যবাদ💜।

Posted using Partiko Android

আপনি বেপারটা বুজতে পারছেন এজন্য অনেক ধন্যবাদ

আপ্নাকেও অনেক ধন্যবাদ। বড় ভাই আমি যতদূর জানি আপনি বিডবোট ইউজ করেন।এই ব্যাপারটা নিয়ে একটা পোষ্ট দিলে খুব উপক্রিত হব।

Posted using Partiko Android

ওকে ভাই । আমি চেষ্টা করবো

খুবই সুন্দর পোষ্ট..বর্তমানে কম্পিউটার শিক্ষা ছাড়া কোন উপায় নাই

জি বর্তমানে সব জাইগাই কম্পিউটার শিক্ষা লাগতেছে। অনেক ধন্যবাদ

Onk valo laglo advice ta pore.apni onk sundor likhte paren.caliye jan vai aobsr satge aci sob somoy.

অনেক ধন্যবাদ ভাই

চাকরি না করলে যে আমাদের জীবন থেমে থাকবে তা কিন্তু নয়।KFC মালিক সারা জীবন চাকরি করে ছিল।না খেতে পেরে ঘুমাতে পারে নি এখন সময়ও তার কেটেছিল।কিন্তু ৭২ বছর বয়সে পুরো বিশ্বে তার কোম্পানি সব থেকে উন্নত ছিল।সুতরাং চাকরি নয় আপনি যা ভাল পারেন তা করেন।Success আপনার পিছনে চলে আসবে।
আপনার পোস্ট গুলো ভাল লাগে ভাইয়া।💜

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 105682.70
ETH 3324.82
SBD 4.12