আমাদের দেশের যুবসমাজ বর্তমানে টিকটকে আসক্ত হয়ে পরেছেsteemCreated with Sketch.

in #tiktoklast year

টিকটক দিন দিন রূপ ধারণ করতেছে। আমাদের যুব সমাজ টিকটকে আসক্ত হয়ে পড়েছে। সবাই এখন ভাইরাল হওয়ার জন্য মগ্ন৷ নিজের সবটুকু উৎসর্গ করেও তারা ভাইরাল হতে চায়। টিকটক এর প্রধান একটি মাধ্যম। তাই সবাই টিকটকে নানান ধরনের ভিডিও আপলোড করে। আমাদের দেশের ৭ বছর থেকে ৩০ বছর পর্যন্ত যে সকল ছেলেমেয়ে আছে সবাই প্রায় এখন টিকটকে আসক্ত।

টিকটকে তারা এমন এমন কিছু ভিডিও ছেড়ে থাকে যার অঙ্গভঙ্গি দেখে মনে হয় এরা প্রতিবন্ধী হয়ে গিয়েছে। টিকটককে অনেকেই সমর্থন করেন না। আমিও এদের মধ্যে একজন।

টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা যায়
এর মধ্যে কিছু সংখ্যক মানুষ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে অধিকাংশই ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় ব্যর্থ হয়।

কিছুদিন আগে ফেসবুকে একটি নিউজে দেখলাম একজন মেয়ে টিকটকে এর সমস্যার কারণে আত্মহত্যা করেছে। এরকম আরো অনেক ঘটনা রয়েছে। টিকটকে আসক্ত হয়ে অনেক ছেলেমেয়ে অনেক ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়তেছে। আমাদের যুব সমাজকে এই টিকটকের ভয়াবহতা থেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে।

ঢাকার মানুষ সব থেকে বেশি টিকটকে আসক্ত।
ঢাকা প্রায় ৫০ পারসেন্ট ছেলে মেয়ে টিকটক করে থাকেন। টিকটকে গরীব থেকে শুরু করে উচ্চবিত্তরাও টিকটকে অংশগ্রহণ করতেছেন। টিকটকে ফেমাস হওয়ার জন্য তারা যেকোনো কাজ করতে কোন দ্বিধাবোধ করতেছেন না।


Pixabay

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91713.09
ETH 3128.30
USDT 1.00
SBD 3.18