এখনো সমসাময়িক

in #think6 years ago

হযরত আলী (রা) কথাটি এখনো সমান ভাবে প্রযোজ্য। হাজার বছরের পুরাতন একটি বাণী আজকের এই অাধুনিক যুগেও সমান ভাবে প্রাসঙ্গিক হবার অর্থ হচ্ছে এই যে, পৃথিবী এগিয়ে গেলেও কিছু মানুষের মনোজগতের এখনো পরিবর্তন হয়নি।
যিার কারনে এখনো আমরা বলি “ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’’
আবার কবি বলেছেন “ ভাবিয়া যে করে কাজ সুখ তার হয়,
না ভাবিয়া করে কাজ মরনের ভয়।”
অর্থাৎ ভেবে চিন্তে কাজ না করলে মরন হবারও আশংকা থাকে। সুতরাং সাধু সাবধান!!!!!!!!!

Hazrat ali.jpg

Sort:  

@steemestar Right Time Right Article For All Human

রাইট,আমি আপনার কথার সাথে একমত,এখন ও বেশির ভাগ সময় এমনটাই হয়,হঠাৎ কোন একটা কাজ করে ফেলা হয় কোন কিছু না ভেবে,কিন্তু পরে এ কাজটার জন্য খুব বেশি ভাবতে হয়।যার মাসূল অনেক সময় সারা জীবন দিতে হয়।ধন্যবাদ সুন্দর পোস্ট করার জন্য।আর আমাদের পাশে থেকে সহযোগিতা করুন।

অশেষ কৃতজ্ঞতা, ভালো থাকবেন।

পূর্বপুরুষদের কথা গুলি সারা জীবন বেচে থাকবে।

মানুষ অভিজ্ঞতা থেকে যা অর্জন করে, তা অনেক বইয়ের চেয়েও মূল্যবান।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 95804.23
ETH 3607.03
USDT 1.00
SBD 3.79